বিশ্বাস করেন আমি তাকে পাগলের মত ভালবাসতাম কিন্তু আমার ভয় লাগতো তাকে যদি কখনো হারিয়ে ফেলি এটা ভেবে সেজন্য আমি তাকে একদিন বলি মায়াবতী শোন তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না তো ? তোমাকে হারিয়ে ফেলবো এই কথা ভাবতেই আমার রুহ থেকে আত্মা বের হয়ে যায় কারণ তোমার মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই,,, আর সে বলেছিল আমাকে হারানোর কিসের এত টেনশন কিসের এত চিন্তা.? .আমি কোনো দিন ও তোমাকে ছাড়ছি না..কিন্তু আফসোস তার দেওয়া Sms গুলো আমার ইনবক্সে একনো বন্দি,সে এখন অন্য কারো সঙ্গী ? তার মিথ্যে ভালোবাসার মায়া আর সে পাগল হলো অন্য পুরুষের ছোঁয়ায় তাকে ছারা আজ আমি ৩২৭ দিন একা,, সে আমাকে দিয়েছে অনেক বড় ধোকা সে আমাকে ছেড়ে দিয়ে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না ওহে মায়াবতী শোনো মানুষ প্রেমে পড়ে বহুবার কিন্তু মায়ায় পড়ে একবার আমি তোমার মায়ায় আটকে গেছি যেদিকে যায় সে দিকে তোমার মায়া আমার সাথে আঠার মতো লেগে থাকে এখন ধীরে ধীরে তোমার মায়া আমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাই আমার জীবনে অগোছালো হয়ে গেছে দোয়া করি নতুন জীবনে ভালো কাটুক তোমার এখন তোমার শূন্যতায় প্রতিনিয়ত জ্বলে পুড়ে ছার খার হচ্ছি আমি আর এটাই ছিল আমার না পাওয়া ভালোবাসার ছোট এক কাহিনী আলবিদা 🙏😔,,
2025-07-23 09:01:15
3
🍁ব্যর্থ প্রেমিক 😔💔 :
তুমি তো চলে গিয়েছে আমাকে একা ফেলে কিন্তু রেখে গেছে আমার কাছে তোমার অনেক গুলা স্মৃতি তাই তো আজ প্রতিটা গভীর রাতে সিগারেট হাতে নিয়ে তোমার কথাই ভাবি মানুষ প্রেমে পড়ে বহুবার কিন্তু মায়ায় পড়ে একবার তুমি আমাকে ছেড়ে গেছো আজ আর ৩৮ দিন আর আমি এখনো তোমার মায়ায় আটকে আছি কিছুতেই তোমার ওই রেখে যাওয়া স্মৃতি মায়া আমার পিছু ছাড়ছে না .আটকে আছে আমার সাথে আটার মত যেদিকে যায় সেদিকে শুধু তোমার ওই মায়া ওই রেখে যাওয়া স্মৃতি আমার মনে পড়ে তখনই সৃষ্টি হয় আমার বুকের ভেতর হৃদয় ভাঙ্গা গর্জন হাহাকার 🥲💔,,,!!