@assamad09: "অনেক দিন ভালো করে ঘুমাই না। একদিন ভালো করে ঘুমাবো - সেই বন্দোবস্ত করতে গিয়ে নির্ঘুম রাত কাটে প্রতিদিন। তারপর ঘন্টা তিনেক চোখ বুজে ধড়ফড়িয়ে উঠি। জীবনটা এমন হয়ে যায় একদিন। এখানে স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্ন বিক্রি করে বাড়ি ফিরতে হয়। আস্তে আস্তে স্বপ্ন ফুরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরা হয় না।" #assamad