🖤~S H A M I M~🖤 :
টাইমলাইন টা আবারো বিষাদময় হয়ে গিয়েছে 😢 কতোটা অসহায় হয়ে গিয়েছি আমরা। ১ ঘন্টা সুখে থাকলে বাকি ১০ ঘন্টায় হতাহতের ঘটনা ঘটে এই দেশে,আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।।
একটা সমস্যা শেষ না হতেই আরেকটা এসে দরজায় কড়া নাড়ে,না- ঢুকে পড়ে, উপচে পড়ে, দেশটাই একটা বি-প-র্য-য়ে-র স্পঞ্জ হয়ে গেছে।
২০২৪ সালের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা মাস দেশের বুকে ছু-রি চালিয়েছে। সমাধান শূন্য, দায় এড়িয়ে যাওয়া অভ্যাসে পরিণত।
মানুষের জীবন এতটাই সস্তা হয়ে গেছে-যা দেখছি, শুনছি, তাতেই বোঝা যায়, এখানে মৃ-ত্যু সংবাদগুলোও এখন আর গায়ে ঠেকে না, ঠেকে শুধুই যখন নিজের চেনা কেউ পড়ে যায় সেই শিরোনামে।
এই যে ক্লান্তির ঘনঘটা, তার মধ্যেই কেউ র-ক্ত খুঁজছে, কেউ ডাক্তার আর কেউ কেবল একটু বাঁচার সুযোগ।
আর আমরা? দেখছি, ভাবছি, আফসোস করছি, আবার পরের ট্র্যাজেডির প্রহর গুনি...😔
2025-07-21 14:38:25