🎀ইসরাত জাহান ইশিতা🎀 :
আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।
একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।
আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।
What has happened today at Milestone is beyond heartbreaking. We are shaken. A place of learning has turned into a site of tragedy. So many young lives, so many dreams are gone in an instant.
As a father, as a Bangladeshi, and simply as a human being, this pain feels deeply personal. My heart is with every family mourning a loved one, every student fighting for their life, and every person affected by this terrible incident.
Let us keep everyone affected in our thoughts and prayers. May those we’ve lost rest in peace, and may those who are injured find strength and healing. As a nation, we mourn together. Words may fall short in moments like these, but through our unity, and collective support, we can stand beside those who are grieving.
2025-07-21 15:06:15