trxsiam15642 :
অথচ, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো! তুমি আমাকে সব থেকে বেশি চাও। আমি জানতাম তোমার একমাত্র সুখ আমি। আমি জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। ভাবতাম, তোমার চোখের আলো আমি, তোমার হাসির কারণ আমি, তোমার শান্তির নিঃশ্বাস আমি! কিন্তু না ভুল ভাবতাম আমি। আমি তোমার কেউ ছিলাম না। তুমি ভালোবাসতে জানতে কিনা জানি না, কিন্তু তোমায় নিঃস্বার্থ ভাবে ভালোবেসে ছিলাম! আমি চেয়েছিলাম তোমার পাশে কেউ না বসুক, তোমার হাতে কেউ হাত না রাখুক, তোমার চোখে কারো চোখ না পড়ুক, তোমার নামের শেষে শুধু আমার নামটাই থাকুক। আমি চেয়েছিলাম তুমি আমার থাকো, আমাকে আগলে রাখো, আমাকে ভালোবাসো, আমাকে বোঝো। কিন্তু না তুমি আমায় বুঝলে না। বুঝলে না তোমার মিথ্যা ভালোবাসার রেশ আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না। তোমার মাঝে ডুবে আমি ভুলে গেছিলাম, ভালোবাসা কখনো এক জনের চাওয়ায় গড়ে ওঠে না, দুজনেরই চাইতে হয়। আমি তোমায় চাইলাম, কিন্তু তুমি আমায় চাওনি। তাইতো নিয়তি আমাদের আলাদা করে দিল। আমার আর তোমাকে পাওয়া হলো না। আসলে কি জানো তো মায়াবতী হওয়া যায়, রূপবতী হওয়া যায়, গুণবতী হওয়া যায়, কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতীদের কাছে হেরে যেতে হয়। নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার ভাগ্য কি
সবাই নিয়ে জন্মায়..?
2025-07-22 17:03:38