সবাই শুধু স্কুলের ছাত্রদের নিয়ে চিন্তিত কিন্তু বিমানের ভেতর যে একজন পাইলট ছিল সেও তো এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে তার প্রতি তো কেউ এত গরজ দেখাচ্ছে না বাঙালি মানুষের এটাই সমস্যা পাইলট কিন্তু চাইলেই একটা বোতাম টিপ দিয়ে বেঁচে যেতে পারবো কিন্তু সে ভাবলো প্লেন্টা কোথায় না কোথায় লেন্ড করবে কত মানুষ মারা যাবে সেই জন্য সে নিজের জীবনটাকেও মিলিয়ে দিল আর শিক্ষিকা মেহরিন চৌধুরী তার কথা আর কি বলবো তিনি হলেন একজন আদর্শ শিক্ষক
2025-07-23 12:07:18
137
💫..🦋Sad Queen..🦋💫 :
আচ্ছা সবাই তো ইস্কুল নিয়ে ব্যস্ত কিন্তু কেউ কি জানো বিমান এর ভিতরে মানুষ ছিলো কি না..?