@its_your_naimu: হারিয়ে যাব বললেই যে চোখ লাল করে গাল ফুলিয়ে রাখতে, এই যে আমাকে এভাবে একা ফেলে চিরদিনের জন্য সেদিন দূরে চলে গেলে, তোমার কি আমায় ছেড়ে থাকতে কষ্ট হয় না? দিনে একবার একটু খোঁজ নিতে দেরি হলে যে তোমার অভিযোগের কোনো শেষ থাকতো না। সেই তুমি আজ কেমন করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দূরে থাকতে পারো? তোমার কি এখন আমার উপর আর কোনো অভিযোগ জমে না ? তুমি কি ভুলে গেছো সব?😅❤️🩹#fypシ #foryoupage #viral #bdtiktokofficial #plzunfrezemyaccount #its_your_naimu