লালন😅💔🥀 :
👸শোনো মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি,, তুমি চাঁদ নয় তবুও চাঁদের চেয়ে অধিক জোসনা লুকিয়ে থাকে তোমার শ্যামলা বরণ রুপে, মায়াবতী তুমি সর্বকালের শ্রেষ্ঠ সৌরভি, তুমি ফুল নয় তবুও ফুলের চেয়ে অধিক সুবাস ছড়ায় তোমার স্নিগ্ধ চুলে,, মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ রূপবতী তুমি,, তুমি প্রজাপতি নও, তবুও প্রজাপতি চেয়ে ওদির সৌন্দর্য লুকিয়ে থাকে তোমার মায়া বড়া মুখে, মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ হাসির রানী তুমি,, তুমি ঝিনুক নয়, তবুও ঝিনুকের চেয়ে অধিক মুক্তা জুরে তোমার চিরন দাঁতের হাসি,,
মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ গুনবতী তুমি, তুমি ভূমর নয় তবুও তার চেয়ে অধিক গুন প্রকাশ করে তোমার নিখুত কাজে,মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ মায়াবতী তুমি,তুমি বিশ্বসুন্দরী নয় তবুও তার চেয়ে অধিক মায়া লুকিয়ে থাকে...!
তোমার কাজল আকা দুটি আঁখিতে,.!☺️
2025-07-28 13:19:13