@siam7702: আমি খুব স্বাভাবিক মুখে অসহ্য দিনগুলো পার করতেছি।আমি প্রতিদিন ঘড়ির মত সময় মেনে চলি ।সকাল ,দুপুর ,রাত এক একটা অংশ ভাগ করে ফেলা জীবন আমার । এই যন্ত্রের মত জীবনে , আমি নিজের অনুভূতির জায়গাটাই হারিয়ে ফেলেছি । সব কিছু যেন এক নিয়মে আর দায়বদ্ধতায় আটকে গেছে । আমি শুধু হাঁসি,শান্ত স্বরে কথা বলি ,সব কিছু স্বাভাবিক রাকি যেন কিছুই হয়নি । কিন্তু জানেন ? এই কিছু হয়নি "র" পিছনে লুকিয়ে আছে আমার সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মুহূর্ত গুলো । আমি ঠিক আছি , এই শব্দটা এখন একটা অভ্যাস । বাস্তবে আমি ঠিক নেই, একদম ই ঠিক নেই ❤️🩹😅#foryou #foryoupage