❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
**"তুমি তো বলেছিলে, যা কিছুই হোক—আমি থাকবো, কখনো ছেড়ে যাবো না। বিশ্বাস করেছিলাম। চোখ বন্ধ করে, প্রাণ খুলে, মনে-প্রাণে তোমায় আঁকড়ে ধরেছিলাম। ভেবেছিলাম, এই বার হয়তো শেষবার… এবার আর ভাঙবে না, এবার কেউ চলে যাবে না। কিন্তু তুমি গেলে… নিঃশব্দে, কোনো উত্তর না দিয়ে, কোনো ব্যাখ্যা না দিয়ে।
আজও মনে পড়ে সেই প্রতিশ্রুতি—তোমার চোখে চোখ রেখে বলা কথা, 'তুমি আমার সবকিছু'—আর সেই কথাগুলো আজ হাওয়ায় ভেসে বেড়ায়, অথচ তুমি নেই। এখন আমার চারপাশে শুধু একরাশ শূন্যতা, প্রতীক্ষার দীর্ঘ ছায়া, আর অপ্রাপ্তির গভীর দীর্ঘশ্বাস।
তুমি বলেছিলে, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, অনুভবে মিশে যাওয়া। কিন্তু আজ আমি অনুভব করি শুধুই অনুপস্থিতি। তুমি তো বলেছিলে ছেড়ে যাবে না… তাহলে গেলে কেনো?
তুমি যদি এই লেখাটা পড়ো কোনোদিন, জেনে রেখো—আমি এখনো অপেক্ষা করি। হয়তো ফিরে আসবে ভাঙা প্রতিশ্রুতির ধ্বংসস্তূপ পেরিয়ে, কিংবা শুধু একটা নিঃশব্দ ক্ষমা নিয়ে। তবুও… মনটা এখনো তোমার কথায় বাঁধা পড়ে আছে।"**🙂💔
2025-07-26 19:54:21