ব্যার্থ কবি ✍️ :
আমি তোমাকে হাসাতে পারি, কাঁদাতে পারি, বকতেও পারি, রাগাতেও পারি, আবার নিঃস্বার্থভাবে ভালোবাসতেও পারি—কারণ আমি মন থেকে বিশ্বাস করি, এটা আমার অধিকার।
তুমিও পারো আমাকে হাসাতে, কাঁদাতে, অভিমান করতে, ভালোবাসায় ভিজিয়ে দিতে—এই অধিকার তোমারও আছে।
কিন্তু একটা কথা সবসময় মনে রেখো—'অবহেলা' করা কিন্তু কারোরই অধিকার নয়।
ভালোবাসা মানে শুধু খুশির মুহূর্ত নয়, বরং একজনের অনুভূতিকে বোঝা, গুরুত্ব দেওয়া, সময় দেওয়া।
কারো ভালোবাসাকে যখন ছোট করে দেখা হয়, তখন সেই সম্পর্ক বড় হলেও ভিতরে ভিতরে ফাঁপা হয়ে যায়।
অধিকার যতই থাকুক, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দায়িত্ববোধটাও থাকা দরকার। কারণ যাকে তুমি বারবার অবহেলা করো, একদিন ঠিক সেই মানুষটাই হারিয়ে যাবে চিরতরে।তখন সময় থাকবে, স্মৃতি থাকবে—কিন্তু মানুষটা থাকবে না।
তাই ভালোবাসো, গুরুত্ব দাও, পাশে থাকো—কারণ ভালোবাসা যতটা মধুর, অবহেলা তার চেয়েও বেশি বিষাক্ত...!🙂
2025-07-29 16:35:15