Pritom Voice Content 📔 🖊️🥀 :
একটা সময় আসবে যখন আমি আপনাকে ভুলে যাবো,তখন আর নিয়ম করে আপনার ছবি দেখা হবে না, ইনবক্সে পড়ে খাকা মেসেজ গুলো বার বার পড়া হবে না, প্রতি রাতে আপনার কথা ভেবে চোখের পানি ফেলা হবে না,,আপনার দেওয়া ডাকনামটাও বোধয় অপ্রিয় হতে থাকবে, আপনার পছন্দ অপছন্দ কোনো কিছুতেই আমার মন টানবে না, হয়তো আপনার মুখটাও ঝাপসা হতে থাকবে সময়ের সাথে সাথে, হঠাৎ কোথাও আপনার নাম শুনলে হয়তো বুকের ভিতর কেপে উঠবে না, সেদিন বইলেন না আমি বদলে গছি,বইলেন না আমি আপনাকে কখনো ভালোবাসিনি, আসলে আপনার ছেড়ে যাওয়া আমাকে বুঝিয়েছে কেউ যাওয়ার জন্য উড়াল দিলে তাঁকে কোনো ভাবেই আটকে রাখা সম্ভব না,।তাই আমি নিজকে সরিয়ে নিয়েছি, নিজেকে বুঝিয়েছি আপনি আসলে আমার জন্য না, এমন না যে আপনাকে ছেড়ে আসা সহজ বা আপনাকে ভুলতে আমার কষ্ট হচ্ছে না,আপনাকে ভুলতে চাওয়ার আগে নিজের সাথে দ্বন্দ্ব হয়েছে অনেক বার,বহু বার মনে হয়েছে না আপনাকে আমি ভুলতে পারবো না,,সব শেষে বুঝলাম আপনাকে বার বার বুঝানোর চেয়ে নিজেকে একবার বুঝিয়ে নেওয়ায় ভালো,তাই আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম সে সব জায়গা থেকে যেখানে আপনার ছায়া পড়েছিল, আজকের দিনের পর থেকে আমাদের সব কিছু আপনার আর আমার হয়ে গেলো, আমাদের আর রইলো না, আপনার রাগ দেখার গালি শুনার মিথ্যা অপবাদ দেওয়ার গায়ে হাত তুলার কেও থাবে না আপনাকে নিঃস্বাথ ভাবে ভালোবাসার কেও রইলো না, আপনার বাচ্চাদের মতো রাগ গুলো সহ্য করার মতো কেউ রইলো না সারা জীবন এক সাথে থাকার জন্য এক হলেও আজ আমাদের আলাদা হতে হলো 😅😅
2025-07-26 13:25:29