~•••👑 R N ROHAN J R ~👑 :
ভালোবাসা কখনো কখনো কেবল মনে মনেই রয়ে যায়।"
সবাই বলে ভালোবাসা নাকি দুইজনের মাঝে হয়, কিন্তু আমি জানি—ভালোবাসা একপাশ থেকেও অনেক গভীর হতে পারে। আমি যাকে চেয়েছি, সে হয়তো কখনো জানবেই না আমি তার জন্য কতটা অনুভব করেছি। তার একটুখানি হাসি, একটুকু খেয়াল, আমার গোটা দিনটাই বদলে দিতো। অথচ, আমি তার জীবনে স্রেফ একজন 'চেনা মানুষ' হয়েই রয়ে গেছি।
কত রাত কেটেছে নির্ঘুম, শুধু তার চিন্তায়। প্রতিটা দেখা হওয়ার পর মনে হতো, যদি একবার বলত—"তুমিও আমার প্রিয়..." কিন্তু না, সেই স্বপ্ন শুধু আমার মনেই রয়ে গেল।
একতরফা ভালোবাসার সবচেয়ে বড় কষ্টটা হলো—তুমি সব কিছু দাও, বিনিময়ে কিছু পাও না, শুধু নিঃশব্দে ভালোবাসো... কষ্ট পাও, আবার হাসিও তার খুশিতে। এটা বোঝানোর মতো নয়, শুধু অনুভব করার।
আমি জানি না কখনো সে বুঝবে কিনা, তবে আজো সেই মানুষটার জন্য মনের এক কোনায় নিঃশব্দ ভালোবাসা বেঁচে আছে… কোনো দাবি নেই, শুধু একটা প্রার্থনা—সে যেন সব সময় সুখী থাকে।💔😌
2025-07-25 17:09:26