في انتظاركم🤍 :
তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমার পৃথিবী । তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল এক অমূল্য রঙ , যা আমি কখনো ভুলতে পারব নাতোমার হাসি , তোমার কথা , তোমার চোখের মাঝে হারানো যাওয়া প্রতিটি স্বপ্ন — সব কিছুই যেন আজও আমাকে ঘিরে আছে ! তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে।আমি জানি , সময় কখনও অপেক্ষা করে না , সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না , কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে , তা ভাবতেও পারিনি । আমরা যখন একে অপরকে ভালোবাসতাম , তখন মনে হতো সব কিছু সম্ভব ।কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধুই একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে , যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় । সব কিছু বদলে গেছে , কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খুঁজে।তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে , মনে হয় , আমি ভিতর থেকে ভেঙে পড়েছি আর কখনো ফিরিয়ে পাবো না । হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি , কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না।আমি জানি , তুমি আর ফিরবে না , তুমি আর ফিরবে না , কিন্তু তুমি যা ছিলে , আমি তা কখনো ভুলতে পারব না।💔😢
2025-07-26 13:29:00