আল্লাহ আমার এমন এক কপাল নিয়া জন্ম দিসে পৃথিবীতে আর কিছু পাইছি আর না পাইছি সেই ছোট বেলা থেকে যেমন করে।বাবা-মা,ভাই-বোন, নানা-নানু,খালামনিদের অসিম ভালোবাসা পাইছি।
এখন যে আমি এক বাচ্চার বাবা তাও আমি কখনো দেখিনাই তাদের চোখে আমার জন্য নুন্যতম খারাপ চিন্তা করা।
আমার মনে হয় যেন ঠিক সেই ছোট বেলার মতোই সবাই আমকে আদর যত্ন করে।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেনো সবাইরে নিয়া মৃত্যু পর্যন্ত এভাবেই রাখে আল্লাহ 🌸