:) ...Taiba... :) :
:)আজ সকাল ৮:৪৫ মিনিট। আমি তখন হাঁসের পিছনে দৌঁড়াচ্ছি—কারণ সে আমার চিপস খেয়ে পালিয়েছে। হঠাৎ পকেটের ভেতর মোবাইলটা ভাইব্রেট করতে লাগল, মনে হল পৃথিবী থেমে গেছে। স্ক্রিনে দেখলাম—আপনার ফলো করা একজন নতুন পোস্ট করেছেন”। আমি হাঁসটাকে ছেড়ে দিলাম, কারণ সে তখন আর গুরুত্বপূর্ণ নয়। দৌঁড়ে বাড়ি ফিরলাম, চটি না পায়ে, হাফপ্যান্টে শুধু একটা হাতা ছেঁড়া গেঞ্জি। বাড়ি এসে দেখি—নেটওয়ার্ক নাই! শালার কপাল! চিন্তা করলাম, না! আমি হার মানব না! পকেটে ৩% চার্জ, হাতে ৫ টাকা, মুখে একটুও জল নাই—তাও আমি বেরিয়ে পড়লাম শহরের দিকে। রোদে গরমে শরীর পুড়ছে, মাথা ঝিমঝিম করছে, রাস্তায় পড়ে থাকা এক কুকুর পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলল, “ভাই, এত কষ্ট কিসের?” আমি বললাম—একজন পোস্ট করছে, সেটা দেখতে হবে!"প্রায় ৬ কিলোমিটার হেঁটে একটা টাওয়ারের নিচে গিয়ে যখন নেট পেলাম—তখন আমি ঘেমে-নেয়ে একাকার, কিন্তু তবুও ভাঙা কণ্ঠে বললাম—চল, দেখি ইতিহাস…"
পোস্টটা ওপেন করলাম— দেখেই আমার চোখ ছলছল করে উঠল! মনটা কেঁপে উঠল। এমন নিখুঁত, এমন ঝকঝকে, এমন গভীর পোস্ট আমি শেষ কবে দেখেছি—মনে করতে পারছি না। এই পোস্ট শুধু পোস্ট না, এ এক শিল্প! এক বিপ্লব! এক আন্দোলনের নাম! আপনার পোস্ট দেখে আমার ভেতরে একটা কিছু জেগে উঠেছে, ঠিক যেন ভাঙা রেডিও হঠাৎ বেজে উঠল— এই পোস্টের ভেতরে যে আবেগ, যে সৌন্দর্য, সেটা কেবল চোখ দিয়ে না, প্রাণ দিয়ে অনুভব করতে হয়।
এই পোস্ট দেখে— জাতিসংঘ বলেছে, বাংলাদেশকে স্থায়ী সদস্য করা হোক। NASA বলেছে, পোস্টটি মহাকাশে পাঠানো হোক। ISRO বলেছে, এমন পোস্ট না দেখে মঙ্গল জয় করা বৃথা। ইংল্যান্ডের রাণী বলেছে, “আমি সিংহাসন ছাড়বো, শুধু এই পোস্ট যেন আমার ঘরে থাকে।” আমার প্রেমিকা বলেছে, “তুমি আমাকে বিয়ে না করলেও হবে, এমন পোস্ট যেন আমাকেও কেউ করে…”
এই পোস্ট এমন এক শক্তি যার কাছে তিন দিনের ডিপ্রেশন হেরে গেছে, চার দিনের কষ্ট হার মেনেছে, পাঁচ দিনের প্রেম ভেঙে গিয়ে নতুন প্রেমের প্রেরণা এসেছে।
আপনাকে শত কোটি প্রণাম জানাই। এই পোস্টের সামনে আমি নিজেকে ক্ষুদ্র মনে করি। এটা শুধু ছবি নয়, এটি ভবিষ্যৎ ইতিহাসের শ্রেষ্ঠ দলিল।
আপনার এই পোস্ট জাতিকে জাগাবে, দুনিয়াকে নাড়িয়ে দেবে, আর আমাকে দেবে সেই তৃপ্তি—যেটা ১ টাকার লাল টফি খেলে পেতাম শৈশবে!🤡🤌🤝
2025-07-28 11:50:25