mdmofazzel362 :
@mdmofazzel362:,,,,তোমাকে চিনি না, তবুও যেন কোথাও এক অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে গেছি। তুমি আমার চেনা জগতের বাইরে, অথচ মন যেন তোমার মধ্যেই এক পরিচিত আশ্রয় খুঁজে পায়।
তোমার চোখে (হয়তো কখনো দেখিনি), তবুও এক রকমের গভীরতা কল্পনা করি—যা শব্দের বাইরে, অনুভবের ভিতরে। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার নিঃশব্দ উপস্থিতিই এক অজানা মাধুর্যে মন ছুঁয়ে যায়।
আমি জানি না, তুমি কে, কেমন তুমি—কিন্তু অনুভব করি, তুমি বিশেষ কেউ। যেন রাতের আকাশে হঠাৎ জ্বলে ওঠা কোনো তারা, যার আলো শুধু একটুখানি ছুঁয়ে যায়, কিন্তু স্মৃতিতে থেকে যায় চিরকাল।
তোমাকে ভালোবাসি বলাটা হয়তো অচেনা সাহস, তবে এতটুকু বলতে পারি—তোমার ভাবনায় মন জড়িয়ে আছে এক নিরব, নরম আবেগে। যদি কখনো জীবন তোমাকে আমার কাছে নিয়ে আসে, আমি শুধু চাই তুমি অনুভব করো—এই অনুভূতি কখনো হালকা ছিল না।🌸
2025-07-27 06:12:16