@caption3998: Caption 2.0,,,তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না, তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন,সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে! কিন্তু আজ তোমার অনুপস্থিতি, যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর।কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না! আমি জানি না, তুমি আর কখনো ফিরবে কি না, কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না! সব সময় দোয়া করি অনেক ভালো থাকো, আমি তোমার অপেক্ষায় এখনো ঘুমায়নি যদি তুমি এসে ফিরে যাও যদি 🥺 #caption #tiktok #follow #foryou #

🖋️Caption 2.0
🖋️Caption 2.0
Open In TikTok:
Region: BD
Sunday 27 July 2025 03:35:05 GMT
16101
1497
327
103

Music

Download

Comments

_._70828
💔_ শূন্যতা🥀_ ✍️ :
🥀যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-07-27 14:35:13
10
md_nahid_hassan_official
NAHID :
@🧃🐼국가의 푸른 형제🐼🧃:তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। বলতো সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে পারে! ভাবতেই যেনো আকাশ ভেঙে পড়লো। আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে পরক্ষণেই ভাবলাম এই তুমি কোনো একটা সময়ে ভালোবাসি কথাটা শোনার জন্য পাগলামো করতে। অথচ আজ সেই তুমি আমায় এড়িয়ে যেতে চাও। ভেজা চোখ তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাও হাতটা ছুড়ে দিয়ে বললে এসব অভিনয় আমার ভাল্লাগে না, অথচ এই তুমি কোনো একটা সময়ে আমার হাত ধরে জীবনের বাকিটা সময় পাড়ি দেয়ার প্রতিজ্ঞা করেছিলে। হঠাৎ মনে পড়লো, যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসতো হৃদয়ের ঢেউ ভেঙে আসা চোখের জলও আজ তার চোখ পড়লো না। মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে। কত সহজেই মানুষ ভালোবাসা ভুলে যায়, ভুলে যায় ভালোবাসার মানুষ!! তোমার এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরে পড়লো চোখের জল, তবুও ভেজা চোখে তোমার পথে চেয়ে রইলাম তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে, যদি একবার তুমি পিছু ফিরে দেখো যদি একবার ফিরে এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসি। তবুও তুমি ফিরলে না! হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে। পথ ফুরালো পথের বাঁকে তুমিও অদৃশ্য হলে শুধু অবিরত ঝরলো আমার চোখের জল...!!😅💔
2025-07-30 19:47:06
0
user40716913439012
আলগা পিরিত :
যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-07-30 19:19:47
0
jdvdoebeuebeowheb_
RAHAT 卝 রনি シ :
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না। আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না! সব সময় দোয়া করি অনেক ভালো থাকো আমি তোমার অপেক্ষায় এখনো ঘুমায়নি যদি তুমি এসে ফিরে যাও
2025-07-27 08:32:18
4
sh.sorhb
🦋 ইন্টারন্যাশনাল ভদ্র ছেলে 🦋 :
💔_ শূন্যতা🥀_ ✍️:🥀যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-07-30 02:44:32
2
mdshohaghazam
Sohag Ahmed :
কেউ আমারে ভালোবাসবে,অপেক্ষা করবে এসব আশা আমি অনেক আগেই বাদ দিয়ে দিছি। কেউ ভালোবাসবে, আমার রাগ উঠলে নিজের সর্বোচ্চটুকু দিয়ে রাগ কমানোর চেষ্টা করবে, গুরুত্বের শীর্ষে রাখবে। আমি মরে যাবো নিশ্চিত জেনেও,খোদার কাছ থেকে চাইয়্যা হলেও আমারে অন্তত পাঁচটা মিনিট বেশি বাঁচাইয়া রাখার জন্য অস্থির হইয়্যা উঠবে।এসব ভাবনাও এখন বিলাসীতা পর্যায়ে আছে। আমি গরীব মানুষ, বিলাসীতা আমারে মানায় না!!
2025-07-30 12:19:12
2
ireallymissyou32
ব্যর্থ মানুষ 😭😭😭 :
আমি বললাম তুমি কি অন্য কারো হয়ে গেছো.সে মুচকি হাসি দিয়ে বললো. আমি কবেই বা তোমার ছিলাম💔😅
2025-07-27 13:10:48
4
sm.shakib.2
{আনিকা ☞আক্তার} :
হাইরে মেয়ে: ছুট বেলায় তো পুতুল নিয়া খেলস_" আর বর হয়ে_" ছেলে দের কেয় পুতুল বানিয়ে খেলস_"💔😭🥀
2025-07-27 16:15:06
9
raje_jahid_rx
ZX〆ᴊᴀʜɪᴅ모 :
যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-07-30 19:27:39
0
mdabutherislam0
🍁মাতাল রাজা🍁🍁🍁 :
সিগারেটের প্যাকেটে যদি লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, নারী তাহলে তোমার গায়ে কেন লেখা থাকে না অতিরিক্ত ভালোবাসা জিন্দা লাশের কারণ....💔😅
2025-07-28 10:59:22
2
hridoyami1
আমি একটা বিষাক্ত মায়া 🚭🚭🚭 :
পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাত টাই দিবে! এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ। সবকিছু উজার করে যারাই ভালোবাসতে যায়, দিনশেষে তারা চরম অবহেলার শিকার হয়! তাদের অগ্রাহ্য করা হয়, তারা গুরুত্বহীন হয়ে পড়ে। মূলত যাকে বেশি ভালোবাসা যায়, তার দেয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়! ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না সহজে। খেয়াল করে দেখবেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি। আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকারবোধের ব্যাপারটা খুব বিশাল থাকে, যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন। আর সেই অধিকারবোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয়! দিনশেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দিবেন, নিজের ভালো থাকা বিসর্জন দিবেন, সেই একটা সময় পর সবকিছুই অস্বীকার করবে। আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা, যে যন্ত্রণা আপনাকে দেয়া হবে, সেই যন্ত্রণা আপনাকে আ মৃত্যু ভোগাবে! পৃথিবীতে যারাই কাউকে সবকিছুর উর্ধ্বে গিয়ে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ! খারাপ সময়, একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্রএই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয়। আর আপনি তা স্বীকার করুন কিংবা না করুন, মানুন আর না মানুন।...?
2025-07-28 07:25:19
1
user110478100
💔🥀ব্যর্থ পুরুষ🥀💫 :
তুমি ছিলে তুমিই আছো,এবং তুমি থাকবে,!!🥹🙌🏻 ভালবাসি বললেই ভালোবাসা হয় না 😌❤️‍🩹 ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দেওয়া,তার মন খারাপ এর সময় তাকে সময় দিয়ে মন ভালো করা, রাগ করলে/রাগ ভাঙ্গা, তার অভিমান গুলোকে গুরুত্ব দেয়াটাই ভালোবাসা😊🫶🏻 ভালোবাসি কথাটা বলতে তো সবাই পারে কিন্তু এটার গুরুত্ব সবাই দিতে পারে না😌 কিছু কিছু মানুষ যারা কিনা বলে ভালোবাসি, বলে ঠিকই কিন্তু ভালোবাসা মানুষটার রাগ, অভিমান, মন খারাপ কোনোকিছুতেই গুরুত্ব দিতে জানে না,!🫠❤️‍🩹 আপনাকে যে ভালোবাসে সে আপনার সাথে রাগ করবে এটাই তো স্বাভাবিক😊❤️‍🩹 যদি আপনিও তাকে ভালোবেসে থাকেন তাহলে তার এসব কোন কিছুতেই বিরক্ত হবেন না এটাই ভালোবাসা 😊🫶🏻 ভালোবাসার মানুষটার একটু বেশি অভিমানী হয় বিশেষ করে মেয়েরা🙂 ছেলেদেরটা বলতে পারবো না তবেমেয়েরা যাকে বেশি ভালোবাসে তার ওপর অভিমানটা একটু বেশিই করে,!! 😌💝✨
2025-07-28 16:58:17
2
joynalahmed282
@joynalahmed282 :
@@joynalahmed282:@LOVER BOY:🥀🥀যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-07-27 16:47:56
3
alaminvai3819
!i♡☂ꫝᏞ ꫝᴍɪɴ🖋️ᴍ❶ :
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না💔💔 আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না!😭😭 সব সময় দোয়া করি অনেক ভালো থাকো আমি তোমার অপেক্ষায় এখনো ঘুমায়নি যদি তুমি এসে ফিরে যাও🤟🥀
2025-07-29 09:09:49
1
___robiul_yt
꧁☬ℜo多iul☬꧂ :
💔💔シ:তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না💔💔 আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না!😭😭 সব সময় দোয়া করি অনেক ভালো থাকো আমি তোমার অপেক্ষায় এখনো ঘুমায়নি যদি তুমি এসে ফিরে যাও🤟🥀
2025-07-28 06:26:12
5
polokahamed10
@Md Polok Ahamed :
🌼মায়াবতী ❤️‍🩹 এমন ভাবে লিখব তোমার গল্প.! যে পড়বে সে ছটফট করবে তোমাকে, এক নজর দেখার জন্য ,আর বলবে কে সেই ভাগ্য বতী জে এতো সুন্দর ভালোবাসা পেও তার হয়ে থাকতে পাড়লো না 😅❤
2025-07-28 09:48:36
1
mdrafiulakonda
༒☠︎👑 মাঁতাঁলঁ কঁবিঁ 👑 ☠༒ :
শোনোহে আমার মায়াবতী...!! জেদিন তুমি আমাকে একে বারে পুরো পুরি ভাবে ভুলে জাবে বা তোমার বিয়ে হবে সেদিন জেনো আমার মৃত্যু হয়....!! আর জেদিন তোমার শরীরে হলুদ লাগাবে ঠিক সেই সময় জেনো আমার পরিবারের মানুষ আমার শেষ গোসলের জন্য বরই পাতা ও গরম পানি খোজে...!! পরের দিন রাতে যখন তোমার স্বামী তোমার স্যামলা মাংশের স্বাদ নিতে জাবে ঠিক সেই সময় মসজিদের ইমাম জেনো আমার জানামা নামাজ শেষ করে....!! পরের দিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠে ফরজ গোসল করে তোমার স্বামীর পা ধরে সালাম করবে ঠিক সেই সময় জেনো আমার পরিবারের মানুষ গোরস্থানে গিয়ে আমার আত্মার মাগফিরাত কামনা করে....!! আর জেই দিন তুমি তোমার স্বামীর দ্বারা সন্তানের মা হবে ঠিক তার এক সেকেন্ড আগে হলেও আমার পরিবার জেনো ভুলে যায় তাদের ঘরেও ছিলো একটা ছেলে সন্তান...!! 😅😅😅
2025-07-28 12:15:37
1
hohamim
ᴵᴬᴹ×͜×🄷🄰🄼🄸🄼×͜×ʕ•̫͡•ʔ :
তুমি আমারে ঠকিয়েছো হয়তো বুঝে, নয়তো না বুঝে। কিন্তু জানো একদিন তুমিও ঠকবে হয়তো নিজের কাছে আর নয়তো অন্য কারোর কাছে, তবে তুমি ঠকবেই! সেদিন তোমার কাছে আমার দেওয়া কথা,আমার ভালোবাসা আর আমার অপেক্ষা গুলো মনে পড়বে। তুমি কতো কথা দিয়েছিলে, বলেছিলে আমিঠ হবো তোমার সব। আরও বলেছিলে.... চিরকাল আমারি হয়ে থাকবে! কিন্তু দিন শেষে তুমি আর আমার হয়ে থাকলে না। তুমি হয়তো অন্য কারোর সাথে নতুন একটা গল্প শুরু করছো। আমি তোমাকে দোষ দেই না, কারন তুমি ভালো থাকার জন্য, সুখে থাকার জন্যই হয়তো আমারে ছাইড়া গেছো! তবে একদিন যখন নিজের মনের গভীরে তাকাবে, তখন সেই প্রতিশ্রুতি গুলো তোমাকে তারা করবে! ভালো থেকো....!😊🥺 যদিও তুমি আমার না,তবুও ভালো থেকো,দূর থেকে দেখে জাবো নিঃশব্দে.........😅💔
2025-07-28 14:48:14
2
ariyan.islam4523
ariYan Islam :
"আমি কারো প্রিয় মানুষ না সবাই Just আমাকে অপশন হিসেবে রাখে মনে পড়লে Massage দেয় মন ভরে গেলে চলে যায় 😅💔
2025-07-29 13:44:09
2
habib.khan67155
🍬🍬 sweet Candy lover🍭🖤 :
🥰:আমি মারা গেলে কান্না করিও নাহ্ মুচকি হেসে বলে দিও ছেলেটা খুব খারাপ ছিলো😅
2025-07-28 17:07:13
1
mdmanna6638
❤️‍🩹জাতীর ইমোশনাল কবি আরিয়ান :
তুমি ছিলে কাটা আমি ছিলাম ফুল তোমার চোখে চোখ রাখাটাই ছিলো আমার জীবনের সব থেকে বড়ো ভুল ✍️✍️লেখক জাতীর ইমোশনাল কবি আরিয়ান আহমেদ হৃদয় 🥀🥀🥀
2025-07-27 17:14:42
2
mxakash96
☬ᎧᎮ ᭄☬ꪖ𝘬ꪖ𝘴ꫝ☬〲ᴹᵃᶠⁱᵃ࿐☠κɪɴɢ☠︎☬ :
@💔_ শূন্যতা🥀_ ✍️:🥀যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-07-29 05:33:37
1
devdas7690
💘Chanchol Das💘 :
ফুলের সাথী প্রজাপতি..!! চাঁদের সাথী তারা..!! কষ্টের সাথী কেও হয় না...!! চোখের পানি ছাড়...!!😅💔..
2025-07-27 13:56:15
3
omor_islam0
omor islam  :
আমি এক নারীতে আসক্ত হয়ে তাকে না পাওয়া পুরুষ আমাকে ভালোবাসা শিখাতে আসবেন না আমি একবার ভালোবেসে ছিলাম ওই ভালোবাসায় আমার সব কিছু ছিলো চোখ বন্ধ করলে সেই একটাই মুখ বাসে আজ রাতে একা জেগে থাকি তার কথা বাবি ভালোবাসা কি জিনিস তা আমার চাইতে কেও জানে না ভালোবাসা হারাওনই আমার আসল চেনা তাই নতুন ভালোবাসার বুজাতে চেষ্টা করবেন না জে হারিয়ে গেছে তার বুকে সবচেয়ে ভালোবাসা লুকানো থাকে আমি ভালোবাসা শিখতে আসি নি আমি হারিয়ে শিখেছি কিবাবে ভালোবাসতে হয় আমি আর কারো চোখে সপ্ন খুজি না কারো মিথ্যা কথায় ভরসা রাখি না ভালোবাসা এখন নিজের বুকে চাপা আগুন জলে পুরায় তবুও কাওকে স্পশ করে না আমি হারিয়ে গেছি তারপরও ঠিক আছি কারন ভালোবাসা হারিয়ে গেলে মানুষ শক্ত হতে শিখে তাই ভালোবাসা শিখাতে নয় আমাকে ভুলতে শিখাতে আসবেন তাই ভালোবাসা আমি অনেক আগেই শিখে গেছি 💔😅
2025-07-29 13:06:47
2
nayem3920
নষ্ট মানুষ, :
🥺!!..কাজল কালো চোখের কোনো এক লাবন্যময় শ্যামবর্ণে মেয়ে আমাকে ধ্বংস করেছে..!!😓 এক পাগল হাওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল..!!🥀 তার চোখে সৃষ্টির সেরা পুরুষ নাকি আমি..!!😅 তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ, স্মৃতির বিদ্যুৎ, চমকে ওঠে ঝড়ও হাওয়া..!!🤕 সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাকে খুন করেছে..!!😔
2025-07-27 16:35:33
2
To see more videos from user @caption3998, please go to the Tikwm homepage.

Other Videos


About