💝Rafi lslam💝 :
😅 (অযোগ্য অবহেলিত আমি) 😅:পছন্দের মানুষ থাকলেই জীবনটা একটু রঙিন হয়, প্রেম না হলেও মনটা শান্তি পায়। 🌿❤️ভালোবাসা না হোক, কিন্তু একজন হোক যার কথা ভাবলেই মুখে হাসি চলে আসে...🙂✨ সবাই প্রেম খোঁজে, আমি খুঁজে ফিরি একজন পছন্দের মানুষ, যার পাশে থাকলে কিছুই চাই না আর। পছন্দের মানুষ থাকা মানেই, বেহুদা হাসিগুলোও দামী হয়ে যায়... 😊🖤 ভালোবাসা না থাকলেও চলবে, কিন্তু যার জন্য মনটা নিঃশব্দে হাসে— সে মানুষটা থাকা দরকার। 🌸 প্রেম নয়, শুধু একজন পছন্দের মানুষ চাই, যার পাশে থাকলেই সব কিছু ঠিক মনে হয়। 🌙 সবার জন্য না, শুধু একজন প্রিয় মানুষ থাকলেই সব একা লাগা ভুলে থাকা যায়। 💭 ভালোবাসি বলুক না বলুক, কিন্তু বুঝুক— আমি তাকে কতটা পছন্দ করি... 🖤🥀 প্রেম না হোক, কিন্তু একজন হোক— যার উপস্থিতি নিজেকে হারিয়ে দেয় না, খুঁজে পেতে সাহায্য করে। 🌫️কখনো কখনো সম্পর্ক দরকার হয় না, শুধু একজন পছন্দের মানুষ থাকলেই জীবনটা সহজ মনে হয়। ☁️সবকিছু থাকলেও, যদি পছন্দের মানুষটা না থাকে— তাহলে কেমন জানি শুনশান লাগে। 😶🌫️প্রেমে না পড়লেও, তাকে দেখলেই মনের ভেতরটা হঠাৎ শান্ত হয়ে যায়... 🌌 পছন্দের মানুষ মানেই শান্তি, সে পাশে থাকলে প্রেম না থাকলেও চলে। 🌿🥺 ভালোবাসার প্রমাণ দরকার নেই, আমি শুধু চাই— সে আমার পাশে থাকুক, নীরবে। 💔 ভালোবাসা না হলেও, সে মানুষটা যখন কথা বলে— সব কষ্ট ভুলে যেতে ইচ্ছে করে। ✨ পছন্দের মানুষ পেলে জীবন অনেক সহজ, প্রেম না থাকলেও, পাশে থাকাটাই যথেষ্ট। 😌 একটা সময় বুঝে ফেলি— প্রেম নয়, পছন্দের মানুষটা পাশে থাকলেই জীবনটা অনেক সুন্দর... 🖤🌙 তাই একটা পছন্দের মানুষ থাকা খুবই প্রয়োজন প্রেম হলে হবে না হলে না হবে...।।🥰🌺🥰🌺🥀
2025-07-28 16:08:49