@putri.putri977: #fypforyou

Putri Putri
Putri Putri
Open In TikTok:
Region: ID
Sunday 27 July 2025 15:09:45 GMT
4668
28
3
0

Music

Download

Comments

andrean_.adisurya
andrean :
🥰
2025-07-28 12:55:57
0
To see more videos from user @putri.putri977, please go to the Tikwm homepage.

Other Videos

✿—•তোমাকে চাই||༅𝐒𝟑🕊️ –পর্ব ২৫| |🌿 তেইহিয়ং আর জাংকুক প্রায় এক সপ্তাহ ফ্রান্সে কাটিয়ে ফিরছে বাংলাদেশে, তাদের গ্রামের বাড়িতে, নুর নগরে। গ্রামের প্রকৃতি অপূর্ব।সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে।বাংলাদেশের সময় দুপুর ২ টা বাজে এখন।জাংকুক গাড়ি থেকে নেমে পড়ে। আর হাতে ব্যাগ নিয়ে রেখেছে ওরা দুইজন। জাংকুক মিনমিনিয়ে বলে, –'শালার বাংলাদেশ আবার ফিরে এলাম, নিজের ব্যাগ নিজেকে বইতে হচ্ছে। আহা, কতই না সুখের জীবন কাটিয়েছি ফ্রান্সে। হাতের কাছে টাকা, পয়সা, ব্যাবসা, মেয়ে, পোশাক, গার্ড, দামী গাড়ি, বাড়ি, আরাম আয়েশের কমতি ছিলো না।  তেইহিয়ং খুচা মেরে বলে, –'তোকে কে বলেছিলো বাংলাদেশে আসতে?আমি বলেছিলাম? নাকি বাবা কিংবা চাচা বলেছিলো? চাচা তো এইবার একটা বারের জন্য দেশে আসতে বলে নি, তা আসলি কেনো? আরো থাকতাম কিছুদিন  জাংকুক একটু করুণ সুরে বলে উঠলো, –'জানি না, দেশে ফিরতে মন চাইছিলো খুব। এক প্রকার মায়া কাজ করছিলো বলতে পারিস।  তেইহিয়ং মুখ বাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, –' নাটক কম কর। তুই যে ওই ছেলে মুখো মেয়ের জন্য এই দেশে আসতে চাইছিলি আমি কালকেই বুঝেছিলাম। এখন বাড়ি চল। জাংকুকও কিছু বলে না, হয়তো কারণ এইটাই। সে নিজেও বুঝে উঠতে পারছে না, কিসের মায়া? কিসের টানে সে দেশে ফিরলো। জাংকুক আর তেইহিয়ং ব্যাগ হাতে নিয়ে হাঁটছিলো বাড়ির দিকে যাওয়ার জন্য। তখনই কারো সাথে ধাক্কা লেগে জাংকুকের হাতের ব্যাগ মাটিতে পড়ে যায়। জাংকুক রাগী সুরে বলে, –' স্টুপিড ছেলে, দেখে চলতে পারিস না? প্রথম দিনের সেই দেখা হওয়ার মতো আজও জাংকুক Yn কে ছেলে ভেবে ভুল বুঝেছে। Yn সোজা হয়ে দাঁড়ায়। Yn: তোর জন্য, শা*লা। জুয়েল চুর টা পালিয়ে গেলো।  জাংকুক ভালো করে তাকিয়ে দেখে এইটা Yn। Jungkook : থাপ্পড় মেরে তোর মুখের ভৌগোলিক মানচিত্র বদলে দিবো শা*লি বেয়াদব। আমাকে শা*লা বলিস কেনো? আর দেখে চলতে পারিস না? যখন তখন ষাঁড়ের মতো আমাকে গুতে মারিস কেনো? Yn: চুপ কর Taehyung : তুই চুপ কর। গুন্ডা মেয়ে। একে তো ছেলেদের পোশাক পড়ে ঘুরে বেড়াস আবার ছেলেদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসিস।  পাশ থেকে মেহেরীন বলে বলে, মেহেরীন: তোদের মুখে জুতোর বাড়ি। বখাটে মির্জা'স। তোদের ঘরে মা বোন নেই? মেয়েদের সাথে এইভাবে কথা বলিস কেনো? Jungkook : ঘরে মা, দিদা আছে কিন্তু তোর বোনের মতো পুরুষ আক্তার মহিলা নেই।  Yn আবার জাংকুকের শার্ট টেনে ধরে। জাংকুক এইবার Yn এর কোম*ড়ে ধরে টান দিনে তার কাছে এসে Yn এর দুই গালে দুইটা চুমু দেয়। মেহেরীনের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। তেইহিয়ং মেহেরীনের দিকে তাকিয়ে বাকা হেসে বলে, –' খাবি নাকি আমার থেকে চুমু? মেহেরীন চেহারা কুচকে পা থেকে জুতা খুলে হাতে নেয়। মেহেরীন : এই যে জুতোটা দেখেছিস? এইটা দিয়ে তোর ঠোঁটে মারবো। অসভ্য কোথাকার।  তেইহিয়ং এক হাত দিয়ে মেহেরীনের জুতাটা টান দিয়ে নিয়ে পাশের ড্রেনে ফেলে দেয়।  মেহেরীন : কি করলি এইটা তুই? লাল কবুতরের বাচ্চাআআআ! তেইহিয়ং রসিকতা করে বলে, –'আহা, বেইবি, এত রাগ করছো কেনো? আমার বাচ্চা এখনো জন্ম হয়নি তো। কিছুদিন পর জন্ম নিবে। যদি তুমি রাজি থাকো বলেই এক হাত পকেটে ঢুকিয়ে মুখ চেপে হাসতে থাকে। ওইদিকে Yn জাংকুকের ঘাঁড়ে খামচি মারায় জাংকুক Yn কে ছেড়ে দিয়ে দূরে সরে আসে।  Jungkook : এই যে শালি (Yn) আর এই যে আমার বউ (মেহেরীন)। নেক্সট টাইম মির্জাদের সাথে ঝগড়া করতে আসলে ভেবে চিন্তে আসবে। এইবার গালে চুমু দিয়েছি তো পরের বার ঠোঁটে চুমু দিবো আর তারপরের বার.... জাংকুক কথাটা বলতে গিয়েও আটকে গেলো। তেইহিয়ং বলে উঠে, Taehyung : তারপরের বার ডিরেক্ট বিয়ে করবো। কাকে জানো তো?  মেহেরীন : কাকে? Taehyung : দুই ভাই মিলে তোমাকে বিয়ে করবো। আর শালি Yn কে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবো হুহ! Yn: তোর নামে থানায় মামলা করবো আমি। বখাটে আইনজীবী। তোর যোগ্যতাই নেই নিজেকে আইনজীবী বলে পরিচয় দেওয়ার।  Jungkook: দরকার নেই আইনজীবী হওয়ার। এই পেশাটা শুধু আর শুধু মাএ একটা অস্ত্র আমাদের কাছে, আর কিছুই না।   তেইহিয়ং মেহেরীনের কাছে এসে মেহেরীনে গালে আলতো একটা চুমু দিয়ে চলে গেলো। ৮০০+ কপি লিংক না হলে সত্যি ৩ দিন পর নেক্সট পার্ট দিবো😑 #taehyung #viral #fyp #jungkook #jungkook #viral #fyp #jungkook #viral #viral #jungkook #fyp #jungkook #viral #jungkook #fyp #viral
✿—•তোমাকে চাই||༅𝐒𝟑🕊️ –পর্ব ২৫| |🌿 তেইহিয়ং আর জাংকুক প্রায় এক সপ্তাহ ফ্রান্সে কাটিয়ে ফিরছে বাংলাদেশে, তাদের গ্রামের বাড়িতে, নুর নগরে। গ্রামের প্রকৃতি অপূর্ব।সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে।বাংলাদেশের সময় দুপুর ২ টা বাজে এখন।জাংকুক গাড়ি থেকে নেমে পড়ে। আর হাতে ব্যাগ নিয়ে রেখেছে ওরা দুইজন। জাংকুক মিনমিনিয়ে বলে, –'শালার বাংলাদেশ আবার ফিরে এলাম, নিজের ব্যাগ নিজেকে বইতে হচ্ছে। আহা, কতই না সুখের জীবন কাটিয়েছি ফ্রান্সে। হাতের কাছে টাকা, পয়সা, ব্যাবসা, মেয়ে, পোশাক, গার্ড, দামী গাড়ি, বাড়ি, আরাম আয়েশের কমতি ছিলো না। তেইহিয়ং খুচা মেরে বলে, –'তোকে কে বলেছিলো বাংলাদেশে আসতে?আমি বলেছিলাম? নাকি বাবা কিংবা চাচা বলেছিলো? চাচা তো এইবার একটা বারের জন্য দেশে আসতে বলে নি, তা আসলি কেনো? আরো থাকতাম কিছুদিন জাংকুক একটু করুণ সুরে বলে উঠলো, –'জানি না, দেশে ফিরতে মন চাইছিলো খুব। এক প্রকার মায়া কাজ করছিলো বলতে পারিস। তেইহিয়ং মুখ বাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, –' নাটক কম কর। তুই যে ওই ছেলে মুখো মেয়ের জন্য এই দেশে আসতে চাইছিলি আমি কালকেই বুঝেছিলাম। এখন বাড়ি চল। জাংকুকও কিছু বলে না, হয়তো কারণ এইটাই। সে নিজেও বুঝে উঠতে পারছে না, কিসের মায়া? কিসের টানে সে দেশে ফিরলো। জাংকুক আর তেইহিয়ং ব্যাগ হাতে নিয়ে হাঁটছিলো বাড়ির দিকে যাওয়ার জন্য। তখনই কারো সাথে ধাক্কা লেগে জাংকুকের হাতের ব্যাগ মাটিতে পড়ে যায়। জাংকুক রাগী সুরে বলে, –' স্টুপিড ছেলে, দেখে চলতে পারিস না? প্রথম দিনের সেই দেখা হওয়ার মতো আজও জাংকুক Yn কে ছেলে ভেবে ভুল বুঝেছে। Yn সোজা হয়ে দাঁড়ায়। Yn: তোর জন্য, শা*লা। জুয়েল চুর টা পালিয়ে গেলো। জাংকুক ভালো করে তাকিয়ে দেখে এইটা Yn। Jungkook : থাপ্পড় মেরে তোর মুখের ভৌগোলিক মানচিত্র বদলে দিবো শা*লি বেয়াদব। আমাকে শা*লা বলিস কেনো? আর দেখে চলতে পারিস না? যখন তখন ষাঁড়ের মতো আমাকে গুতে মারিস কেনো? Yn: চুপ কর Taehyung : তুই চুপ কর। গুন্ডা মেয়ে। একে তো ছেলেদের পোশাক পড়ে ঘুরে বেড়াস আবার ছেলেদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসিস। পাশ থেকে মেহেরীন বলে বলে, মেহেরীন: তোদের মুখে জুতোর বাড়ি। বখাটে মির্জা'স। তোদের ঘরে মা বোন নেই? মেয়েদের সাথে এইভাবে কথা বলিস কেনো? Jungkook : ঘরে মা, দিদা আছে কিন্তু তোর বোনের মতো পুরুষ আক্তার মহিলা নেই। Yn আবার জাংকুকের শার্ট টেনে ধরে। জাংকুক এইবার Yn এর কোম*ড়ে ধরে টান দিনে তার কাছে এসে Yn এর দুই গালে দুইটা চুমু দেয়। মেহেরীনের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। তেইহিয়ং মেহেরীনের দিকে তাকিয়ে বাকা হেসে বলে, –' খাবি নাকি আমার থেকে চুমু? মেহেরীন চেহারা কুচকে পা থেকে জুতা খুলে হাতে নেয়। মেহেরীন : এই যে জুতোটা দেখেছিস? এইটা দিয়ে তোর ঠোঁটে মারবো। অসভ্য কোথাকার। তেইহিয়ং এক হাত দিয়ে মেহেরীনের জুতাটা টান দিয়ে নিয়ে পাশের ড্রেনে ফেলে দেয়। মেহেরীন : কি করলি এইটা তুই? লাল কবুতরের বাচ্চাআআআ! তেইহিয়ং রসিকতা করে বলে, –'আহা, বেইবি, এত রাগ করছো কেনো? আমার বাচ্চা এখনো জন্ম হয়নি তো। কিছুদিন পর জন্ম নিবে। যদি তুমি রাজি থাকো বলেই এক হাত পকেটে ঢুকিয়ে মুখ চেপে হাসতে থাকে। ওইদিকে Yn জাংকুকের ঘাঁড়ে খামচি মারায় জাংকুক Yn কে ছেড়ে দিয়ে দূরে সরে আসে। Jungkook : এই যে শালি (Yn) আর এই যে আমার বউ (মেহেরীন)। নেক্সট টাইম মির্জাদের সাথে ঝগড়া করতে আসলে ভেবে চিন্তে আসবে। এইবার গালে চুমু দিয়েছি তো পরের বার ঠোঁটে চুমু দিবো আর তারপরের বার.... জাংকুক কথাটা বলতে গিয়েও আটকে গেলো। তেইহিয়ং বলে উঠে, Taehyung : তারপরের বার ডিরেক্ট বিয়ে করবো। কাকে জানো তো? মেহেরীন : কাকে? Taehyung : দুই ভাই মিলে তোমাকে বিয়ে করবো। আর শালি Yn কে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবো হুহ! Yn: তোর নামে থানায় মামলা করবো আমি। বখাটে আইনজীবী। তোর যোগ্যতাই নেই নিজেকে আইনজীবী বলে পরিচয় দেওয়ার। Jungkook: দরকার নেই আইনজীবী হওয়ার। এই পেশাটা শুধু আর শুধু মাএ একটা অস্ত্র আমাদের কাছে, আর কিছুই না। তেইহিয়ং মেহেরীনের কাছে এসে মেহেরীনে গালে আলতো একটা চুমু দিয়ে চলে গেলো। ৮০০+ কপি লিংক না হলে সত্যি ৩ দিন পর নেক্সট পার্ট দিবো😑 #taehyung #viral #fyp #jungkook #jungkook #viral #fyp #jungkook #viral #viral #jungkook #fyp #jungkook #viral #jungkook #fyp #viral

About