Rayhan Ahmed :
সুন্দর হলেই প্রেম হয় না,
যার সঙ্গে প্রেম হয়, তাকেই সবচেয়ে সুন্দর লাগে, এই কথাটির মাঝে লুকিয়ে আছে ভালোবাসার আসল মানে,
আমরা হয়তো প্রথম দেখায় কারো রূপে মুগ্ধ হই, কিন্তু সময়ের সাথে বুঝি সৌন্দর্য চিরস্থায়ী নয়, অনুভবটাই আসল,
যার চোখে নিজের পৃথিবী খুঁজে পাই, যার পাশে থাকা মানেই শান্তি সেই মানুষটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে,
প্রেম গড়ে ওঠে আত্মার সংযোগে, হৃদয়ের কথোপকথনে, একে অপরের পাশে থেকে ছোট ছোট মুহূর্তগুলো একসাথে উপভোগ করার মাঝেই গড়ে ওঠে এক অনন্য সুন্দর বন্ধন, তাই শুধু বাহ্যিক রূপ নয়, সত্যিকারের ভালোবাসা তখনই জন্ম নেয় যখন একজন মানুষকে তার সমস্ত ভাঙাচোরা, হাসি-কান্না, আলো-অন্ধকারসহ গ্রহণ করি,
তখনই বুঝি সেই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ..!
2025-07-30 12:39:45