""ওহে শখের পুরুষ""
মদের বোতলেও লেখা থাকে মদ্য পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর..!!😅🥺
কিন্তু তোমার গায়ে কেন লেখা ছিলো না যে তোমার ভালোবাসা মৃত্যুর চেয়েও ভয়ংকর..!!😅❤️🩹
@Rbr💥☠️:আমাদেরও কথা ছিলো দুনিয়া উল্টে যাবে তবুও কোনোদিন হাত ছাড়বো না। এখন দুনিয়ার হয়ে গেল আমরা আলাদা হয়ে গেলাম। তুমি যদি একবার জানতে তোমাকে ছাড়া আসলে কেমন আছে তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি ঘেন্না করতে নিজেকে। কারণ তুমি বুঝতে পারবে, আমা সব হাসির পেছনে লুকানো কান্নাগুলো, প্রতিটা নিঃশ্বাসে তোমার অভাব। আর রাত জেগে চোখের কোনে জমা অনাহত প্রশ্নগুলো সবই শুধুমাত্র তোমার জন্য। তুমি চলে যাওয়ার পর আমি প্রতিদিন অপেক্ষা করি, হয়তো ফিরে আসবে বলে। অথচ তুমি জানো না,আমি আর সেই আগের মত নেই। শুধু একটা খালি খোলস রয়ে গেছে, যার ভিতরে শুধু তোমার স্মৃতি আর একরাশ হতাশা