@heremashmi1234: আজকে স্টেশনে তার মতো একজন কে দেখলাম লাল জামা পড়া অলোকিক চাহনি চেহারা'টা ভুলা যায় না ক্ষনিক সময়ের জন্য মনে হলো মেয়েটা বোধহয় সে সম্পূর্ন তার প্রতিচ্ছবি মেয়ে'টা ট্রেনের জানালায় আমি প্লটফর্মে দাঁড়িয়ে বিস্ময় দৃষ্টিতে অনেক সময় ধরে দেখেই গেলাম ট্রেন ছাড়াই সময় হয়ে গেলো সবার তাড়াহুড়োয় সেই মেয়েটির বগিতে আর উঠা হলো না দরজায় দাড়িয়ে বেশ কয়েকবার উঁকি দিলাম কিন্তু তাকে আর দেখা হলো না ট্রেনটি যখন আমার গন্তব্য স্টেশনে দাড়ালো তখন তাকে আবার দেখতে পাই তখন ট্রেনটি ছেড়ে দিলো ধীর গতিতে চলছে আমি মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এভাবেই বুঝি তোমার দেখা মিলে কখনো কাছে গিয়ে কথা বলা হয় না আবারো মেয়েটিকে হারিয়ে ফেললাম কে জানে আবার কবে তোমার মতো এমন কারো দেখা পাবো আমি আবারো তার দিকে তাকাবো তাকে দেখবো আমি তার মাঝে তোমাকে পেয়ে ছিলাম কিন্তু তোমার মতোই ধরে রাখতে পারলাম কই 😅 #xakirmorse #miraionxakir #xakirxugly #unfreezemyacount @TikTok Bangladesh