টাকা ছাড়া বন্ধু হয় না'''
আর চেহারা ছাড়া প্রেম ও হয়, না,,,!
মানতে হবে...!
বস সার্থ ছাড়া কেউ পাশে থাকে না'''?🥲💔
2025-07-30 09:40:50
4
local Hero 🥰❤️🩹 :
আফসোস নেই; মিথ্যা হলেও একদিন বলেছিল ভালোবাসি,,!😁💔
2025-07-29 03:22:01
16
🌺স্বপ্নবতী🌺 :
আফসোস নেই ওহে মায়াবী পুরুষ তুমি মিথ্যা হলেও একদিন বলেছিলে ভালবাসি তোমায় 😅
2025-08-01 15:03:28
0
Fatema Akhtar Jannat❤️ :
এতদিন মনে হয় ভুল ইমোজি দিতাম 🤣🤣
2025-07-30 05:38:35
29
fcb :
@💔💔বার্থ মেয়ে 🙏🙏:তাকে অনেক বুঝাইছে এত পরিমাণ বোঝাইছে আমার বোঝানোর কোন কমতি ছিল না তাহলে জানিনা তারপরেও সে সব কিছু বুঝেও না বোঝার ভান করে। আমার অনুপস্থিতিতে আমার অপছন্দের কাজগুলো করল এবং ভোর বেলায় দাবি ও রাখে সে নাকি আমাকে ভালবাসে কেমন ভালোবাসা যে ভালোবাসায় আমার কথার মূল্য থাকেনা কোন কিছু করার আগে আমাকে নিয়ে ভাবে না সেটা কেমন ভালোবাসা। তার অতীত খারাপ আমি অতীত খারাপ খুঁজি নাই আমি সমাধান করছি আর সে ছোট ছোট কারণ নিয়ে আমার সাথে ঝামেলা করে সমাধান না তার আকাশ পরিমাণ ভুলের সমাধান খুঁজতে আমি পাগল কিন্তু সে বুঝছ না আমাকে প্রতিনিয়ত আমাকে কষ্ট দেয় একজন যন্ত্রণা দিয়ে যাচ্ছে তবুও আমি তার কষ্টগুলো সহ্য করছি। যেকোনো সম্পর্কের তৃতীয় ব্যক্তি আশা জীবন ধ্বংসের কারণ। একবার না দুইবার না দিনের পর দিন বহুবার আমার বিশ্বাস নষ্ট করছে তারপরও আমি তাকে নিজের মতন করে ভালবাসতে চাই কিন্তু সে প্রতিনিয়ত। আমাকে বাধ্য করে তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি পারিনা কারণ অসম্ভব ভালবাসি আমি। আমি মনে করি আমার প্রতিটা কথা ১০০ কথার সমান কিন্তু সে আমার একশ কথা একটা কথার সময় না মূল্য দিতে জানে না। আমি ভালো আছি অসুস্থ আছি একা নিয়ে তেমন মাথাব্যথা তার নাই অথচ আমি তাকে নিয়ে সবসময় কল্পনা করি। আমার জীবনের মূল্যবান সময়টা আমি তাকে দিয়েছি হয়তোবা এই সময়টা আমার জীবনে অনেক মূল্যবান। এই সময়টাতে আমি অনেক কিছু হারাইছি আর ভবিষ্যতায়ন করতে পারতো সেই সময়কে আমি পর্যন্ত তার পিছে তবুও সে আমার প্রতি এক ফোটা আনুগত্য স্বীকার করে না। আমি কাউকে আমার ভাগ দিতে চাই না তা বোঝেনা সব সময় শুধু। নিয়ে ঝামেলা করতে থাকে এমন ঝামেলা করেছি ঝামেলার কোন কারণ থাকে না আমি যে মানুষ এটা সে বোঝেনা আমি কোন যন্ত্র বা মেশিন না। আমি ক্লান্ত হই আমারও ঘুম আসে আমার যন্ত্রণা হয় কারণ সবশেষে আমি মানুষ। আমাকে জীবন তো লাশ বানায় দিছে দিন দিন তবুও আমি তাকে বোঝানোর চেষ্টা করি বুঝতে চায়না এক মিনিট যদি ভাল করে কথা বলে এক ঘন্টা সে এতে খারাপ আচরণ করে জীবন্ত লাশ বানায় দিচ্ছে সবশেষ আমার একটাই চাওয়া তুমি যদি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকো তাহলে যত পারো কষ্ট দাও কথা ছিল মনে অনেক সময় বলতে পারলাম না হৃদয় থাকলে অনেক ব্যথা। c &😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
2025-07-31 01:03:01
1
Mm.Mehedy Hasan :
আমার কপালে সেটাও হয় নি। one side love silo..
সে এখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করে। 💚
2025-08-01 04:37:35
1
[Masum villah]<<3🖤🌼 :
সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু ভালোবাসা ব্লকলিস্টে সীমাবদ্ধ থাকে..!
কিছু মানুষকে আমরা হারাতে না চাইলেও তারা হারিয়ে যায়...! 😅💔
সংক্ষিপ্ত এই জীবনে সবার একটা করে হলেও ভালোবাসার মানুষ থাকা দরকার...!
কারণ দিনশেষে ওই মানুষটার কথা ভেবেও একটু মুচকি হাসি দেওয়া যায়....! 🙂❤️🩹
2025-07-31 13:37:39
3
$NO NAME$ :
with out you life is impossible to spend my love
2025-07-30 14:40:57
2
Mariya ✨ :
হুম বলেছিলে
2025-08-01 10:08:11
0
*'ব্যর্থ নারী..&💔 :
হুম 😅💔
2025-07-29 03:03:18
4
🌷...<মাধবীলতা>...🌷 :
আফসোস নেই ; মিথ্যা হলেও একদিন বলেছিলে ভালো বাসি..! 😁💔
2025-07-31 15:12:00
9
@Sumaiya ahsan🥀🖤❤️🩹 :
আমি মনে দুঃখ গ্রহণ করার মতো আন্তরিক না হলে ভালোবাসার মতো দুঃসাহস করা যায় না। তাই কখনো কখনো খুব প্রিয় কিছু ছুড়ে ফেলার সাহস থাকতে হয়। ❤️🩹💔