ইভা,
আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি। তোমার হাসি, ব্যবহার, সব কিছুই আমার মন ছুঁয়ে যায়।
আমি জানি, ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না। তাই কিছু দাবি করছি না — শুধু আমার অনুভূতিটুকু জানালাম।
তুমি যদি কখনো মনে করো, আমার মতো একজনকে জানার মতো কিছু আছে — আমি আছি।
ভালো থেকো সবসময়।
– তোমার একজন নিঃশব্দ ভালোবাসার মানুষ