SINGLE BOY🌿😳🤭 :
@osthirjoweljowelr:তাকে আমি ভালোবাসতাম, খুব যত্ন করে ভালবাসতাম, অনেক মায়া করে ভালবাসতাম,
খুব দায়িত্ব এবং স্নেহের সাথে ভালবাসতাম
তবে আমি তাকে পাইনি, তবে আমি চাই সে সুখে থাকুক, পৃথিবীর সব সুখ তার হোক, আমি চাইনা আমার কথা তার এই জীবন আর কোনদিন মনে পড়ুক, আমি জানি আমি কষ্ট পেয়েছি, আমি আঘাত পেয়েছি, আমি ব্যাথা পেয়েছি, তবুও কোনদিন তাকে আমি কোনো অভিযোগ দেইনি, রাখিনি কোনো অভিমান, তার ভালোবাসাটা ছিল এমন, এযে ভালোবাসা কে কখনো ঘৃণা করে বা অভিযোগ দিয়ে , ছোট করতে চাই না, আমি চাই সে সুখে থাকুক ,যে মানুষটা তার হয়েছে ,সেই মানুষটাকে সুখে রাখুক, আমি চাই আমাকে আর মনে না করুক🥺💔
2025-07-30 08:06:14