Typing,,,,,,,,? :
ধৈর্য এমন এক কঠিন পরীক্ষা, যা অনেক সময় আমাদের ভেতরটা ধ্বংস করে দেয় নিঃশব্দে, আমার রুহ যেন আগুনে পুড়ছে, প্রতিটি মুহূর্তে বিষিয়ে উঠছে নিজেকে ধরে রাখার লড়াইটা।
তবুও মুখে একটুখানি হাসি রেখে, চোখের ভেতরের ঝড়টা লুকিয়ে চলেই যাচ্ছি।
কারণ আমি জানি, আমি একা নই, আমার আল্লাহ সব দেখছেন, সব জানেন আমার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধৈর্যের পরীক্ষা তিনি গুনে রাখেন।
শেষটা যেন সুন্দর হয় এই আশায় আজও দাঁতে দাঁত চেপে সহ্য করছি সবকিছু।
নিশ্চয়ই আমার রব সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তাঁর পরিকল্পনায় কখনো ভুল হয় না। আমি ভেঙে পড়লেও, তিনি ভেঙে যেতে দেন না।
এই ভরসা নিয়েই বুক ভরা কষ্ট নিয়ে বলে যাই সব ঠিক হয়ে যাবে রাজিব ইনশাআল্লাহ।
2025-08-02 15:03:09