❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
তুমি আইসো, জ্বরে কিংবা ঝড়ে, স্বপ্নে কিংবা ঘোরে..."
তোমাকে ভুলে থাকা যায় না, চাইলেও নয়। সময় থেমে থাকে না, চারপাশ বদলে যায়, কিন্তু মনের কোন এক কোণে তুমি ঠিক আগের মতোই রয়ে গেছো। হয়তো বাস্তবে তুমি নেই, হয়তো আকাশ আর মাটির দূরত্ব আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে, তবু হৃদয়ের ভেতরে তুমি এখনো ঠিক আগের মতোই কাছের, আপন, নরম এক অনুভব হয়ে আছো।
তুমি আসো যখন শরীর ভেঙে পড়ে জ্বরে, চোখের কোণ ভিজে যায় চুপচাপ রাতে... তুমি আসো ঝড়ের মতো, সব ওলট-পালট করে দিয়ে, আবার থেমে যাও নিঃশব্দে... তুমি আসো স্বপ্নে, আমার জানা-অজানা গল্পগুলোকে রঙিন করে তুলতে। তুমি আসো ঘোরে, যখন আমি নিজেকেই চিনতে পারি না, তখন তোমার ছায়ায় নিজেকে খুঁজে পাই।
ভালোবাসা কি শুধু পাওয়ার নাম? নাকি থেকে যাওয়ার নাম? হয়তো দুটোর মাঝখানে কোথাও একটা তুমি দাঁড়িয়ে আছো—অনুপস্থিত থেকেও প্রতিটি মুহূর্তে আমার মধ্যে বিরাজমান।
তুমি ছিলে, আছো, থাকবেই। হয়তো ছুঁতে পারব না, ডাকলে সাড়া দেবে না, তবুও মনে হবে—তুমি ঠিক পাশেই আছো, এক চিরন্তন অভাব হয়ে।😌💔
2025-07-29 11:24:07