@lamia.labonno_22: #আমি_আর_বাচঁতে_চাই_না #আমরা দুজনেই প্রেমে ব্যর্থ হয়েছি, কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে। তুমি আমাকে ভালোবাসতে ব্যর্থ হয়েছো। তুমি বুঝতে পারোনি আমি কতটা যত্নশীল। যখন তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তুমি আমাকে ধরে রাখোনি। আমি যখন তোমাকে বারবার বেছে নিয়েছিলাম, তখনও তুমি আমাকে বেছে নিওনি। আর আমি? আমি তোমাকে ঘৃণা করতে ব্যর্থ হয়েছি। এত কষ্ট, এত কান্নার পরেও আমি তোমাকে ঘৃণা করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম। আমি নিজেকে বলেছিলাম যে আমার উচিত। কিন্তু আমার হৃদয় শোনেনি। আমি তোমাকে এত খাঁটিভাবে, এত গভীরভাবে ভালোবেসেছিলাম। এমনকি যখন তুমি চলে গিয়েছিলে। তোমার অজ্ঞতা আমাকে ভেঙে দিলেও। আমি এখনও তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম। এভাবেই আমি ব্যর্থ হয়েছি প্রেমে নয়, বরং ছেড়ে দিতে। তুমি আমাকে কষ্ট দিলে, তবুও আমি তোমার নাম আমার প্রার্থনায় বহন করেছিলাম। তুমি একজন অপরিচিত ব্যক্তি হয়ে গেলেও আমি এখনও প্রতিটি ভিড়ে তোমাকে খুঁজছিলাম। আমরা দুজনেই ব্যর্থ হয়েছি কিন্তু আমার ব্যর্থতা আমার কাছে ভারী মনে হয়। কারণ আমি এখনও এমন একজনকে ভালোবাসি যে আমাকে ভুলে গেছে যেন আমি কিছুই ছিলাম না!@TikTok Bangladesh @For You