@denyutdetik: #quotes

denyutdetik
denyutdetik
Open In TikTok:
Region: ID
Tuesday 29 July 2025 13:47:49 GMT
4193
105
0
5

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @denyutdetik, please go to the Tikwm homepage.

Other Videos

২০২৪ সাল জুলাই মাস ছাত্রলীগের আতথ্যনাত আমরা স্বাধীন করেছি,, আরে আমাদের জাতি সাথে নড়ে স্বাধীন হওয়া গেলে, এত সোজা দেশে স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার দেশে আকাশ পথ রক্ষা পাবে তোমার দেশে এখন অন্য দেশ যুদ্ধ করলে পারবে তো কি আছে তোমার দেশে,, কিছু নেই,আছে শুধু রাজনীতি পাওয়ার,, দেশ স্বাধীন দেখতে চাইলে একা যুদ্ধ করো কিছু আবিষ্কার করো, করে দিখিয়ে দেও অনন্য দেশ কে আমরা কত শক্তি শালী,, নিজের দেশ মানুষ মেরে দাবি করো না আমরা স্বাধীন করেছি,, স্বাধীন বাংলাদেশ মানে শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সাহস, স্বপ্ন আর সংগ্রামের ফল। একাত্তরের রক্তস্নাত পথ পেরিয়ে এ দেশের মানুষ স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করেছে। আমাদের পতাকায় যে লাল, তা শহিদের রক্তের প্রতীক; সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে আছে এক সাহসী জাতির স্বপ্ন। স্বাধীনতার প্রতিটি দিন আমাদের গর্ব, প্রত্যয় ও ভালোবাসার প্রতীক। নিচে রইলো স্বাধীন বাংলাদেশ  অনুপ্রেরণামূলক  1. সবুজের বুক চিরে বয়ে চলে স্বপ্নের নদী — এটাই বাংলাদেশ। 2. যেখানে সূর্য ওঠে মুক্তির গানে, সেই দেশ বাংলাদেশ। 3. পদ্মা-মেঘনা-যমুনার তীরে গড়ে উঠা গর্বের গল্প — বাংলাদেশ। 4. ভাষার জন্য যারা জীবন দেয়, তারা বাংলাদেশি। 5. এক টুকরো সবুজে মোড়ানো সাহসিকতার নাম — বাংলাদেশ। 6. লাল-সবুজ পতাকার নিচে বাস আমার। 7. স্বাধীনতা যার ইতিহাস, সে দেশ বাংলাদেশ। 8. গ্রাম বাংলার মাঠে এখনও বাজে বাউল সুর। 9. মাটির গন্ধেই আছে আমার শেকড়। 10. আকাশ, নদী আর মানুষের হাসিতে রঙিন বাংলাদেশ। 11. প্রকৃতির আঁচলে গড়ে ওঠা এক স্বপ্নপুরী — বাংলাদেশ। 12. টং দোকানে চা আর আড্ডার দেশ — বাংলাদেশ। 13. যেখানে প্রতিটি মাটির দলায় লুকিয়ে আছে ইতিহাস। 14. নকশিকাঁথার গল্পে মোড়ানো এক দেশ — বাংলাদেশ। 15. কাঁদে না, হাসে; হার মানে না — এটাই বাংলাদেশ।
২০২৪ সাল জুলাই মাস ছাত্রলীগের আতথ্যনাত আমরা স্বাধীন করেছি,, আরে আমাদের জাতি সাথে নড়ে স্বাধীন হওয়া গেলে, এত সোজা দেশে স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার দেশে আকাশ পথ রক্ষা পাবে তোমার দেশে এখন অন্য দেশ যুদ্ধ করলে পারবে তো কি আছে তোমার দেশে,, কিছু নেই,আছে শুধু রাজনীতি পাওয়ার,, দেশ স্বাধীন দেখতে চাইলে একা যুদ্ধ করো কিছু আবিষ্কার করো, করে দিখিয়ে দেও অনন্য দেশ কে আমরা কত শক্তি শালী,, নিজের দেশ মানুষ মেরে দাবি করো না আমরা স্বাধীন করেছি,, স্বাধীন বাংলাদেশ মানে শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সাহস, স্বপ্ন আর সংগ্রামের ফল। একাত্তরের রক্তস্নাত পথ পেরিয়ে এ দেশের মানুষ স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করেছে। আমাদের পতাকায় যে লাল, তা শহিদের রক্তের প্রতীক; সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে আছে এক সাহসী জাতির স্বপ্ন। স্বাধীনতার প্রতিটি দিন আমাদের গর্ব, প্রত্যয় ও ভালোবাসার প্রতীক। নিচে রইলো স্বাধীন বাংলাদেশ অনুপ্রেরণামূলক 1. সবুজের বুক চিরে বয়ে চলে স্বপ্নের নদী — এটাই বাংলাদেশ। 2. যেখানে সূর্য ওঠে মুক্তির গানে, সেই দেশ বাংলাদেশ। 3. পদ্মা-মেঘনা-যমুনার তীরে গড়ে উঠা গর্বের গল্প — বাংলাদেশ। 4. ভাষার জন্য যারা জীবন দেয়, তারা বাংলাদেশি। 5. এক টুকরো সবুজে মোড়ানো সাহসিকতার নাম — বাংলাদেশ। 6. লাল-সবুজ পতাকার নিচে বাস আমার। 7. স্বাধীনতা যার ইতিহাস, সে দেশ বাংলাদেশ। 8. গ্রাম বাংলার মাঠে এখনও বাজে বাউল সুর। 9. মাটির গন্ধেই আছে আমার শেকড়। 10. আকাশ, নদী আর মানুষের হাসিতে রঙিন বাংলাদেশ। 11. প্রকৃতির আঁচলে গড়ে ওঠা এক স্বপ্নপুরী — বাংলাদেশ। 12. টং দোকানে চা আর আড্ডার দেশ — বাংলাদেশ। 13. যেখানে প্রতিটি মাটির দলায় লুকিয়ে আছে ইতিহাস। 14. নকশিকাঁথার গল্পে মোড়ানো এক দেশ — বাংলাদেশ। 15. কাঁদে না, হাসে; হার মানে না — এটাই বাংলাদেশ।

About