My don :
@ব্যর্থ প্রেমিক😔:মায়াবতী তোমাকে ভালোবাসার শাস্তি যে এতো ভয়ংকর হবে আমি আসলেই তা আগে বুজতে পারি নি আসলে মায়াবতী তোমায় নিয়ে লেখার মতো অনেক কিছুই ছিলো কিন্তু লিখতে পারতেছি না তুমার কথা মনে হইলেই জেনো বুকের বাম পাশে ব্যাথা অনুভব হয়, আসলে কি লিখবো বুঝতেছি না, তবে জেই কথা গুলা তোমাকে না বল্লেই নয় আসলে,, এতো যত্ন, এতো প্রেম, এতো সম্মান, এতো ভালোবাসা-সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম,শুধু তোমার একটা হাসির জন্য | ভেবেছিলাম তুমি বুঝবে, তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি অথচ তুমি? তুমি ইচ্ছে করে-ই হারালে আমাকে, এমন কারো কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না আমার ভালোবাসায় কোন অভাব ছিল না - অভাব ছিলো তোমার বোঝার, তোমার থাকার তুমি হারিয়ে গেছো ঠিক-ই, কিন্তু হারিয়ে ফেলেছো এমন একজনকে, যে দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল আজ তোমার জায়গাটা খালি, কিন্তু মনটা ভরা - অভিমান আর অপূর্ণ ভালোবাসায় বড্ড বোকা আমি, এবার মৃত্যুর মতো লম্বা একটা ঘুমের অনেক প্রয়োজন কারণ আমি বড্ড ক্লান্ত ⚰️⚰️😔🥺,,( ব্যর্থ প্রমিক ) 💔
2025-07-30 14:43:30