@আমি সিরাজগঞ্জের ছেলে:নিচে ভালোবাসা নিয়ে কষ্টের একটি নতুন ৫ লাইনের ছন্দ দেওয়া হলো:
ভালোবাসা দিলাম যাকে, সে দিল ফাঁকি শুধু,
হাসির আড়ালে লুকিয়ে ছিল, চোখের জলের রুদু।
যার জন্য সব হারালাম, সে আজ অন্য কারো পাশে,
ভাঙা মনটা বোঝে কেবল, কষ্ট কত ভালবাসে।
এই প্রেম যদি দুঃখই দেয়, তবে কেন মন ভালোবাসে?
আরও গাঢ় বা সংক্ষিপ্ত রকম চাইলে জানাও, আমি ঠিক করে দিচ্ছি।