🫥অভিশপ্ত জুন ১৭💔 :
সেই কাটানো দিনগুলো আমাকে ঘুমাতে দেয় না, ঠিকমতো বাঁচতে দেয় না, আমার দিনশেষে চিৎকার করে বলতে ইচ্ছে করে, প্রিয় আমি ভালো নেই তাকে ছাড়া,😥 তাকে জড়িয়ে ধরে যদি বলতে পারতাম, আমি তাকে ছাড়া সত্যিই ভালো নেই,😥 তাহলে মনের কষ্টটা কিছুটা হালকা হতো। খুব ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরে বলি বড্ড বেশি ভালোবাসি তাকে কেনো ছেড়ে গেলো আমায়?তার থেকে সুন্দর কাউকে চাইনি কখনো, কারণ আমার চাওয়া ছিল রূপের নয়,ছিল এক গভীর অনুভবের হাজার মানুষের পাশে থেকেও সেই একজন ছিলে যাকে চাইতাম নিঃস্বার্থভাবে,নিঃস্বার্থভাবে তার হাসি,তার চোখের ভাষা,তার নীরবতাও আমার কাছে ছিল অনন্য!চেয়েছি কেবল তাকে ঠিক যেমন ছিল ভাঙ্গা গড়া নিয়ে, ভালো-মন্দ সবটুকু সহ। কিন্তু নিয়তির কি নিম্নম পরিহাস, যাতে হৃদয়ে নিরে চাইলাম সেই হয়ে গেলে অন্য কারো।😥💔আমি হয়ে রইলাম এক জীবন্ত লাশ💔
2025-07-30 11:57:52