Mohammad Shifat Islam :
আরে ভাই শুনেন আফগানিস্তানে মধ্যে প্রাকৃতিক সম্পদের অভাব নাই, আফগানিস্তানে যা রয়েছে তা বাংলাদেশেও নাই, আর চীন রাশিয়া আমিরিকার কথা যে বলতাছেন, চীনের কাছে উল্টো সাহায্য জন্য বসে থাকে, চীনের ধরকায় লিথিলিয়াম আর প্রাকৃতিক সম্পদ আর তাদের বন্ধু রাষ্ট্র যারা থাকে বিশ্ব ধরবারে সমসময় সাপোর্ট দিবে, আর রাশিয়া সেম তাদের ও সমর্থনকারী জন্য যারা একটু আমেরিকা কে দেখতে পারে না তাদের সাথে কূটনীতির সম্পর্ক জোরদার করছে, আর আমেরিকার যা নিবার নিছে আর তাদের ধরকার নাই, তারা চাই শুধু চীনু ও রাশিয়াকে সমর্থন না করে, আর তালেবানের সরকার দেশ চালাচ্ছে আগের সরকার লোক দিয়ে তাদের কে তওবা কাটিয়ে, তাদের GDP ৪১০ ডলার Bangladesh এর ২৮৫০, ওই দেশে প্রতিদিন ২/৩ ঘন্টা কারেন্ট থাকে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ গুলো মধ্যে একটা, খুব শীঘ্রই আমাদের জন শক্তিকে যদি চালিকাশক্তি হিসেবে রূপান্তর না করতে পারি, তাহলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার, বিশাল জনগণকে কাজে লাগাতে হবে, অন্য দেশের সাথে তুলনা না দিয়ে কাজ করেন কিভাবে দেশ কে উন্নয়ন করবেন আর দেশের অর্থনীতিকে চালিকাশক্তিতে রূপান্তর করবেন। তা নিয়ে টেনশন করেন, আপনাকে বলছি জিও পলিটিক্স নিয়ে চর্চা করবেন বাংলাদেশের আইন নিয়ে পড়াশোনা করবেন পাশাপাশি অর্থনীতি।
2025-08-02 01:37:58