@_7hasbent_574: ✿︎ জীবনসঙ্গী part -32✿︎ yn, yn2 yn3 মিম রুহির এমন ভাবে হাসছিল যেন নতুন করে পাঁচ জনের জন্ম হয়েছে। কিন্তু মানুষ হিসেবে না। psycho killers হিসেবে । তাদের চোখ থেকে পানি পড়ছে।আর মুখে লেগে আছে ভয়াবহ হাসি। যার ব্যাখ্যা বলে বোঝানোর মত না। flashback end সব ঘটনা শোনার পর taehyung Jimin এর চোখে থেকে অনবরত পানি পড়ছে। কিন্তু তাদের মুখে লেগে আছে এক রহস্যময় হাসি। তাদের চোখের পানি কষ্ট থেকে রাগ বেশি বুঝাচ্ছে। তাদের দুজনেরই গা শিরশির করে উঠছে। যদি ওই জানোয়ার গুলোকে পেত তাহলে এখনই মেরে পুঁতে ফেলত। taehyung: yn তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে তোমাদের সাথে নেও। please yn আমি ওই জানোয়ার দের কে নিজের হাতে শেষ করতে চাই। (শেষের কথা গুলো অতিরিক্ত খোবের সাথে বলে ওঠে) Jimin: হে yn। আমি ও তোমাদের সাথে তোমাদের প্ল্যানের অংশ হতে চাই।তোমরা শুধু বলো আমাদের কি করতে হবে।আমরা সব ভাবে তোমাদের সাহায্য করবো। তুমি yn2 yn3 মিম রুহির দিকে তাকাও তারা সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। yn: ঠিক আছে। কিন্তু এখানে কিছু Rules আছে। taehyung :আমরা সব rules মানতে রাজি। তুমি তোমার প্লেন আমাদের কে বলো। yn: এখন না। আগে এই দুই টার একটা ব্যবস্থা করতে হবে।তার পর এই সব নিয়ে কথা হবে। Jimin: yn পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে তোমার শরীর নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছি ।( মাথা নিচু করে কথা টা বলে ওঠে) yn: না Jimin ভাইয়া এটা নিয়ে আমার তোমার উপরে কোনো রাগ নেই।আর এমনি তে ও এই মোটা শরীর বেশি দিন থাকবে না। taehyung: মানে ....? চলবে..........? yn এমন কথা কেন বললো তা জানতে হলে 1000 copy link করে দিও।আর sorry এতদিন পরে FF দেওয়ার জন্য । আসলে আমার বাড়িতে এতদিন মেহমান ছিল+ আমার খুব জর ছিল। তাই FF দিতে পারিনি। চেষ্টা করব সামনে থেকে রেগুলার ff দেওয়ার। #creatorsearchinsights