cute pola🥰🥰 :
তোমায় কি করে ভোলা যায় এটা ভাবতে গেলেই মনে পড়ে যাও তুমি😔,,
বুঝো মায়াবতী তোমার প্রতি মারাত্মক ভাবে আসক্ত আমি🥰,তোমায় আজও ভুলতে পারিনি,, এটা মিথ্যে নয় যে আমি তোমাকে বহুবার ভোলার চেষ্টা করেছি মস্তিষ্ক থেকে ভুলে যেতে চেষ্টা করেছি তোমায় নিয়ে যত উৎকন্ঠ, তোমার অস্তিত্ব এ পরিকল্পনায় আমি বরাবরই হয়েছি কন্ঠাশা,,, মায়াবতি তোমার প্রতি জীবিত আজও আমার ভালোবাসা,, কত কিছুই তো ভুলে গেছি আমি ভুলে গেছি শৈশবের ব্যঞ্জনবর্ণ ভুলে গেছি হাসতে কিংবা ভালবাসতে কি আছে ওই তোমাতে,,, তোমাকে ভুলে যেতে যেনো ভুলে যাই,, এবার সত্যিই তোমাকে ভুলে যেতে চাই,,, শহর জুড়ে মৃত্যু হোক তোমায় নিয়ে যত অনুভূতি নয়ত বদলে যাক আমার এই স্মৃতিশক্তি,,,
,,,,,,ইতি আহসান শাফায়েত,,,
2025-08-05 14:59:37