@noman2.05: আমি ঐসব মানুষের মতো আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে পারিনা। তবে তোমাকে হারানোর ভয়ে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করার নাম যদি ভালোবাসা হয়। তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি ঐসব মহান মানুষের মতো প্রিয় মানুষের মন পড়তে পারিনা। তবে তোমার চোখের দিকে তাকালে তুমি কি চাও সেটা বুঝতে পারার নাম যদি ভালোবাসা হয়। তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি ঐসব মানুষের মতো যত্ন করে বেধে দিতে পারিনা চুলের খোপা। তবে তোমাকে হৃদয়ের আলগ ঘরে যত্ন করে বেধে রাখার নাম যদি ভালোবাসা হয়। তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি ঐসব মানুষের মতো তোমাকে নিয়ে যেতে পারিনা শহরের বুক চিরে দাঁড়িয়ে থাকা নামি-দামি রেস্তোরাঁয়। তবে তোমার পাশে বসে পুরো বিকেল কাটিয়ে দিতে চাওয়ার নাম যদি ভালোবাসা হয়। তাহলে আমি তোমাকে ভালোবাসি।