🌷<®MR Rasel®>🌷 :
জীবনে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু কিছু হারানো এমনভাবে ভিতরটা ভেঙে দেয়- যেটা ভাষায় বোঝানো যায় না... তুমি ঠিক সেই রকমই একটা হারানো। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, আমার হাসির কারণ, আমার নির্ভরতার ঠিকানা... আর আজ তুমি নেই, শুধু রয়ে গেছে তোমার স্মৃতি আর একরাশ না-বলা কথা।
তোমাকে হারানোর পর বুঝেছি, কারো উপস্থিতি কতটা গভীরভাবে জীবনকে বদলে দিতে পারে... আর অনুপস্থিতি ঠিক ততটাই নীরবে সবকিছু ওলটপালট করে দিতে পারে। এখন চারপাশের সবকিছু ঠিকই আছে, কিন্তু মনে হয় যেন ভিতরে কিছু একটা চিরতরে ভেঙে গেছে।
প্রতিদিনের মতো এখনো তোমার কথা মনে পড়ে... চোখের কোনে জল জমে, কিন্তু কাউকে বলি না। কারণ এই ব্যথা শুধু আমার... এই হারিয়ে যাওয়া তোমাকে কেউ বুঝতে পারবে না।
তুমি জানো প্রিয়, তোমাকে হারিয়ে আমি শুধু একজন মানুষকে না- হারিয়েছি আমার নিজের একটা অংশকেও। তোমার সাথে জড়িয়ে থাকা হাজারটা স্মৃতি, না-বলা অনুভূতি, অপূর্ণ স্বপ্ন-সবকিছু যেন হঠাৎ একদিন থেমে গেছে।
সময় এগিয়ে চলে, মানুষ বদলে যায়... কিন্তু কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। তুমি সেই অপূরণীয় অধ্যায়, যাকে ভুলতে পারিনি... পারবোও না কোনোদিন। তুমি আমার জীবনের সেই ব্যথাময় সুন্দর স্মৃতি, যা একদিকে কষ্ট দেয়, আরেকদিকে ভালোবাসার গভীরতাটা মনে করিয়ে দেয়🖇️🥹
2025-10-07 15:32:32