♡md Ashikul♡ :
আজও চাঁদের দিকে তাকালে মনে পড়ে তোমার মুখটা রাতের আকাশটা আজ যেন অন্যরকম নিঃসঙ্গ, চাঁদের আলোয় নেই আর সেই উচ্ছ্বাস— শুধু একফালি নীরবতা ঝরে পড়ে, যা তোমার না থাকার যন্ত্রণা মনে করিয়ে দেয়। তুমি বলেছিলে— “একদিন আমরা একসাথে হাঁটবো চাঁদের আলোয়, তুমি বলবে কবিতা, আমি শুনে হেসে উঠবো, তারারা আমাদের গল্প শুনবে নিরবে…” কিন্তু আজ সব গল্প অপূর্ণ রয়ে গেছে, তোমার না বলা কথা গুলো এখনো বাতাসে ঘুরে বেড়ায়। আমি এখন প্রতিরাতে তাকাই আকাশের দিকে, যেখানে চাঁদ ঠিক সেই রকমই আছে, কিন্তু পাশে তুমি নেই— তাই ওই আলোটা আজ বিষণ্ন, আর তারা গুলো যেন নিঃশব্দ কান্নায় ভিজে আছে। মাঝে মাঝে মনে হয়, তুমি চাঁদের আলোয় রূপ নিয়ে আমার পাশে এসে বসো, আমি না বুঝেই বলে উঠি— “তুমি থাকলে আজ কত সুন্দর হতো এই পৃথিবীটা!” তুমি চলে গেছো, তবুও আমার হৃদয়ের প্রতিটা কোণে তুমি বেঁচে আছো, তোমার জন্য দোয়া করি, তুমি যেখানেই থাকো, যেন আল্লাহর রহমত তোমার মাথার ওপর ছায়ার মতো থাকে। আর আমি... আমি শুধু সময় গুনে যাচ্ছি— যেদিন সময় থেমে যাবে, সেদিন আমি চলে যাবো তোমার কাছে— আকাশের ওই পাশে, যেখানে চাঁদ আর তারা আজো তোমার অপেক্ষায় আছে।😔💔
2025-08-23 16:36:29