❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
হয়তো আবারও দেখা হবে, কিন্তু তুমি না তাকালেও আমি তোমার দিকে তাকিয়ে থাকবো, মনের মাঝে এক আকাশ পরিমাণ আফসোস নিয়ে...!
কখনও কখনও মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায় ঠিক আগের মতো— নিঃশব্দে, অথচ তীব্রভাবে। তুমি হয়তো আজও জানো না, তোমার হাসির পেছনে আমি কতবার নিজের চোখের জল লুকিয়েছি। ভালোবাসা মানে তো শুধু একসাথে থাকা নয়, কখনও কখনও দূর থেকেও কারও সুখের জন্য নিঃশব্দে প্রার্থনা করা।
আমি জানি, আমাদের গল্পটা অসম্পূর্ণ থেকে গেল, তবুও প্রতিটা অসমাপ্ত ভালোবাসার মতো এটারও একটা সৌন্দর্য আছে— যা কষ্ট দিয়েও বেঁচে থাকতে শেখায়। হয়তো তুমি অন্য কারও পাশে আছো এখন, কিন্তু আমার ভেতরে তুমি রয়ে গেছো ঠিক আগের মতোই, এক অমলিন স্মৃতি হয়ে।
সময়ের সাথে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু কিছু অনুভূতি কখনও পুরনো হয় না। আমি আজও তোমার নাম শুনলে এক মুহূর্তের জন্য থমকে যাই, মনে পড়ে যায়— একদিন তুমি ছিলে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। আর আজ তুমি কেবলই এক দূরের আকাশ, যাকে ছুঁতে না পারলেও, আমি প্রতিদিন তাকিয়ে থাকি নিঃশব্দে... এক আকাশ পরিমাণ আফসোস নিয়ে।"🌙💭💔
2025-10-16 17:49:24