সুন্দর হলেই প্রেম হয় না যার সাথে প্রেম হয় তাকেই সবচেয়ে সুন্দর লাগে এই কথাটার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার আসল মানে আমরা হয়তো প্রথম দেখায় কারো উপর মুগ্ধ হয় কিন্তু সময়ের সাথে বুঝি সৌন্দর্য চিরস্থায়ী নয় অনুভবটাই আসল যার চোখে নিজের পৃথিবী খুঁজে পাই যার সাথে থাকলে মনে শান্তি পাই সেই মানুষটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দর হয়ে উঠে প্রেম হয়ে উঠে আত্মার সংযোগ হৃদয়ের কল্পপতনে একে অপরের পাশে থাকা ছোটো খাটো মূহুর্ত গুলো একসাথে উপভোগ করার মাঝেই গড়ে ওটে এক সুন্দরতম বন্দন তাই শুধু বাহির দিক সুন্দর নয় সত্যি কারের ভালোবাসা তখনি জন্ম নেয় যখন একজন মানুষকে তার সমস্ত ভাঙা চুরা হাসি কান্না আলো অন্ধকার সহ গ্রহণ করে তখনি বুঝি সে-ই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ ❤️🩹🫶