কাউকে Block করার আগে একবার ভেবে দেখবেন যে Block করার পর ওই মানুষটার কি অবস্থা হতে পারে তার কাছে আপনার গুরুত্ব কতটা, হ্যাঁ একটা সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এসব হতে পারে। তার অর্থ এটা নয় যে তাকে ব্লক করে দেওয়া..!!
একটা long distance relationship সবার মত করে বাড়ি গিয়ে, রাস্তায় দাঁড়িয়ে, দেখা করে সে আপনার রাগ ভাঙাতে পারবে না, সেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভবও হয় না..!!
Block করে দিলে মানুষটার আর কোনো উপায় থাকে না আপনার রাগ ভাঙানোর, তাই Block করার আগে একবার ভেবে দেখবেন তার পরিনীতি কি হতে পারে..!!
হৃদস্পন্দন)