𝐈𝐚𝐅𝐳..🌙🌷 :
জানো অনেক ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে অনেক ইচ্ছে করে তোমাকে এক নজর দেখতে,, ফিরে পেতে ইচ্ছে করে সেই দিনগুলো যেই দিনগুলোতে তুমি আমার ছিলে,,জানো আমার আফসোস একটাই সামনাসামনি বসে কখনো বলতেই পারলাম না কতটা ভালোবাসি তোমায়,, তুমি চাইলেই আমার হতে পারতে তুমি চাইলেই আমাদের ছোট্ট একটা সংসার হতে পারতো তুমি চাইলেই আমাদের ভালোবাসা পূর্ণতা পেত আফসোস তুমি চাইলেই না,, আচ্ছা তোমার কী মনে পরেনা আমার কথা মনে পড়ে না সেইদিন গুলোর কথা যেই দিনগুলোতে তুমি আমাকে বউ বানানোর স্বপ্ন দেখিয়েছিলে,,জানো আমার অনেক ইচ্ছে ছিল বউ সাজার কিন্তু আমার আর বউ সাজাই হলোনা,,আচ্ছা আমাদের সংসার টা ইনবক্স এ কেন বন্দি হয়ে রয়ে গেল কেন বাস্তবে পূর্ণতা পেল না,,
2025-08-31 09:16:43