হে আল্লাহ মাফ করে দিও তুমি ছাড়া কেউ নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই জেনে না জেনে কত পাপ করেছি তবু তোমার দুয়ারে হাত পাতি আমাদের সমস্ত গুনাহ না দেখে আপনার রহমত দিয়ে মাফ করে দিন আমিন🤲🤲😭😭লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️❤
2025-09-26 15:22:28
10
তুমি ছাড়া আমি একা :
@তুমি ছাড়া আমি একা:আল্লাহ আল্লাহ আল্লাহ
🤲🤲ইয়া আল্লাহ আল্লাহ গো আমি অনেক বিপদে আছি🤲🙏দয়া করে ৪০ জনে আমার জন্য আমিন বলে দেন🙏🙏 আমিন।
ইয়া আল্লাহ আল্লাহ গো তুমি মহান 🤲🥰হে আল্লাহ আল্লাহ গো তুমি আমায় দয়া করো 🤲🙏 ও আল্লাহ আল্লাহ গো তুমি আমার সহায় হও 🤲🙏 হে আল্লাহ আল্লাহ গো তুমি আমার সকল সমস্যা সমাধান করে দাও 🤲🙏 হে আল্লাহ আল্লাহ গো তুমি আমার ভালোবাসার মানুষটাকে আমার করে দাও 🤲 🙏 ইয়া আল্লাহ আল্লাহ গো তুমি আমার এবং আমার পরিবার কে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো🤲🙏আমিন🤲🤲
2025-09-30 13:19:40
7
MD, Ashiq(🇧🇩🤝🇲🇾) :
@🥀নীল🥀 আকাশ 🥀:আসসালামু আলাইকুম কেমন আছেন
কলিজার বন্ধু আমার
রিপোষ্ট কপিলিং করে দিলাম