🦋. শেষ নবীর উম্মাতী.🦋 :
একমাত্র আল্লাহই জানেন কেমন আছি, আর কিভাবে বেঁচে আছি..."
সবাই ভাবে আমি হয়তো ঠিক আছি, হাসছি, কাজ করছি, চলাফেরা করছি—তাই হয়তো ভালোই আছি। কিন্তু কেউ জানে না, প্রতিটা হাসির আড়ালে লুকিয়ে আছে অসীম কষ্ট, বুকের গভীরে জমে আছে শত শত না বলা কথা, না ফেলা কান্না। আমি কাউকে বোঝাতে পারি না, আর বোঝাতেও চাই না। কারণ সময়ের সাথে মানুষ শুনতে আগ্রহ হারিয়ে ফেলে, শুধু আল্লাহ আছেন, যিনি নীরব কান্নাও শুনে ফেলেন।
এমন কত রাত যায়, যখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করি, কিন্তু ঘুম আসে না। মন শুধু বলে—"আর কতটা সহ্য করলে মুক্তি মিলবে?" অথচ সকাল হলে মুখে আবারো সেই চেনা হাসি, কারণ সমাজ কাঁদা মানুষকে দুর্বল ভাবে। কেউ বুঝে না, আমি আর আগের মতো নেই। আমি বদলে গেছি, ভেঙে গেছি—তবু বেঁচে আছি, কারণ আল্লাহ আমাকে শক্তি দেন।
সব হারানোর পরও যিনি পাশে থাকেন, তিনি আল্লাহ। আমি হয়তো কারো কাছে আর গুরুত্বপূর্ণ না, কারো প্রয়োজনও না, তবুও আমি জানি—আল্লাহ আমাকে জানেন, বোঝেন, ভালোবাসেন।
আমি কষ্টের পাহাড় বয়ে বেড়ালেও, যখন সিজদায় পড়ে যাই, তখনই শান্তি পাই। কারণ আমি জানি, আমার সব না বলা কথা, ভাঙা স্বপ্ন, হেরে যাওয়া সময়—সব কিছু একমাত্র তিনিই বুঝেন।🙂❤️কি ব্যথা লাগে না আমার
2025-09-02 10:00:41