💖💖 মো সাগর 💝💝 :
**ক্যাপশন পড়ুনヅ আমি তোমাকে দোষারোপ করি না, দোষারোপ করি নিজের ভাগ্যকে! জানো তো কপালের বেশি কোনকিছুই পাওয়া যায় না। তুমি বলো, সম্পর্ক বলো, সুখ বলো কিংবা শান্তি; সবকিছুই বড্ড দূর্লভ আমার কাছে! যা কিছু সুখ ভেবে আগলে রাখি, এটাই সবচেয়ে বেশি মানুসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তোমাকে দোষ দিয়ে আর কি লাভ? যেখানে আমার ভাগ্যটাই খারাপ! আমি চাই, তুমি সুখী হও, অনেক সুখী। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নামটি লেখা হোক। ভালোবাসার মানুষটিকে সুখী দেখার চাইতে, আনন্দ আর কি হতে পারে..? বলো... তোমাকে দোষ দেই না...! ভাগ্যকে দোষারোপ করি না। সুখ পাবো না জেনেও শুধু দুঃখকে আগলে রাখর স্বভাব আমার জন্মগত। আমি হলফ করে বলতে পাড়ি, আনি কোনদিন কোনকিছুর বিনিময়ে সুখী হতে পাড়বো না। একম শতভাগ নিশ্চিত হয়ে কী করে বলি, যানতে চাইবে না..? পৃথিবীতে যারা মানুষের ভালো চায়, যারা সবসর মঙ্গল কামনা করে, শান্তিপ্রিয় কমল রূদয়ের, যারা কারো ক্ষতি করে না, যারা কেবল ভালোবাসা চায়, পৃথিবীর সব দুঃখ এবং যন্ত্রণাগুলো তাদের জন্যই অবধারিত..!
2025-10-12 16:43:30