আমি রিফাত কবি গল্প লিখি :
"তুমি বলো তুমি বৃষ্টিকে ভালোবাসো, কিন্তু বৃষ্টি এলে তুমি ছাতা মাথায় হাঁটো। তুমি বলো তুমি সূর্যকে ভালোবাসো, কিন্তু সূর্য উঠলে তুমি ছায়া খুঁজে বেড়াও। তুমি বলো তুমি বাতাসকে ভালোবাসো, কিন্তু বাতাস এলে তুমি জানালা বন্ধ করে দাও।"
এইটুকু বলেই তুমি আমার দিকে তাকিয়ে চুপ করে গেলে। তোমার চোখে তখন অনেক কথা, যা তুমি বলতে পারোনি। আমার বুকের ভিতরটা ধড়ফড় করছিল। তোমার নীরবতা আমাকে আরও কষ্ট দিচ্ছিল।
"আর যখন তুমি বলো, 'আমি তোমাকে ভালোবাসি', তখন আমার খুব আফসোস হয়।"
তোমার কথা শেষ না হতেই আমি তোমাকে থামিয়ে দিলাম। আমার মনে হলো, তুমি আমার মনের কথাগুলো কীভাবে জানলে? আমি তোমাকে বললাম, "তুমি কি জানো, যখন তুমি আমাকে ভালোবাসো, তখন আমার মনে হয়, তুমি আমাকেও ছেড়ে চলে যাবে? ঠিক যেভাবে তুমি বৃষ্টি, সূর্য আর বাতাসকে ছেড়ে দিয়েছ।"
তুমি আমার দিকে তাকালে। তোমার চোখ দুটো জলে ভরে উঠল। তুমি বললে, "আমি জানি না আমার ভালোবাসা কেন এমন। কিন্তু আমি শুধু জানি, আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। আর তোমাকে আমি কোনোদিন ছেড়ে যাব না।"
তোমার কথা শুনে আমার চোখেও জল চলে এলো। আমি তোমাকে জড়িয়ে ধরলাম। আর সেই মুহূর্তে আমাদের ভালোবাসার গল্পটা এক নতুন দিকে মোড় নিলো।❤️আমি রিফাত কবি গল্প লিখি ❤
2025-09-20 06:43:46