❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"খুন করে লাশের কাছে ক্ষমা চেয়ে কী লাভ!"
কিছু সম্পর্ক এমনই হয়—যেখানে অবহেলা, সন্দেহ, বা অহংকার দিয়ে প্রতিদিন একটু একটু করে হত্যা করি সেই মানুষটাকে, যাকে আমরা একসময় বলতাম "আপন"। সে যখন পাশে ছিল, তখন তার অস্তিত্ব ছিলো উপেক্ষিত। তার কষ্ট, তার চাওয়া—সবকিছুকে গুরত্বহীন ভেবে নিজের ইচ্ছেমতো চলেছি।
কিন্তু যখন সে একদিন নিঃশব্দে হারিয়ে যায়, তখন হঠাৎ বুঝি—আমরা একটা জীবন হারিয়ে ফেলেছি। তখন ফুল নিয়ে, চোখে জল এনে, সমাজ দেখানো কান্না করে, তার কবরের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইলেও—সে শুনবে না, ফিরেও আসবে না।
মানুষকে ভালোবাসার সময় থাকতে ভালোবাসো, শ্রদ্ধা করার সময় থাকতে শ্রদ্ধা করো। কারণ একবার যদি সম্পর্কটা মরে যায়, তখন যতই অনুতাপ করো, সেটাও হয়ে যায় ‘খুনের পরে ক্ষমা চাওয়া’র মতো।
এটা শুধু দেরি নয়, এটা নিষ্ঠুরতাও।
"তোমার অবহেলায় আমি মরে গেছি অনেক আগেই, এখন শুধু দাফনের অপেক্ষা..."💔😅
লেখক: ট্যাটু রিয়াজ ✍️🫀
2025-10-06 16:20:16