🧃,,,,ꫝᒪιꘘ♡βᎻꫝᏆ﷽,,,,🧃                                        : 
                                    @꧁☬🔥Md Ňẫiễḿ Ħoššiň🔥☬꧂:তোমাকে কতটা ভালোবাসি এই কথাটা তোমাকে বোঝাতে না পারার কষ্ট আসলেই ভয়ংকর। মনে হয়,বুকের ভিতর আটকে আছে হাজারো অনুভূতি, কিন্তু মুখে এসে থেমে যায়। প্রতিদিনই ইচ্ছে হয় তোমাকে বলে দেই, তুমি আমার কাছে কতাটা গুরুত্বপূর্ণ, তোমাকে ছাড়া আমার পৃথিবী কতটা ফাঁকা। কিন্তু জানি,হয়তো বললেই সবকিছু বদলে যাবে, হয়তো তুমি দূরে সরে জাবে... তাই চুপ করে থাকি। এই চুপ থাকাটাই সবচেয়ে বড় যন্ত্রণা। তোমার সামনে হাসলেও, ভেতরে যেন একটা ঝড় বইতে থাকে। তুমি কখনো বুঝবে না, তোমার একটুখানি হাসি আমার দিনের সব ক্লান্তি মুছে দেয়, তোমার একটুখানি অবহেলা আমার পুরো পৃথিবী অন্ধকার করে দেয়। ভালোবাসাটা বোঝাতে না পারার কারণে আমি প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলছি, অথচ তোমার সামনে আমি ঠিকই স্বাভাবিক অভিনয় করছি।যদি কখনো বুঝতে পারো, আমি শুধু চাইবো তুমি জানো - আমি নিরবে, গভীরভাবে, নিঃশর্তভাবে তোমাকে ভালোবেসেছি...!😅❤️🩹
                                
                                2025-10-25 13:21:41