❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹                                        : 
                                    "১০৪ ডিগ্রি জ্বর… শরীরটা কাঁপছে, কিন্তু মনটা তার চেয়েও বেশি পুড়ছে।"
জ্বরটা যতটা শরীরে, তার চেয়েও বেশি মনে।
ঘাম ভিজিয়ে দিচ্ছে চাদর, আর নিঃশব্দ কান্না ভিজিয়ে দিচ্ছে বালিশ।
এই শারীরিক যন্ত্রণার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে,
তোমার না থাকাটা।
এতটা দুর্বল কখনও লাগেনি নিজেকে।
নিজের যত্ন নিতে পারি না আজ, শুধু একটা কণ্ঠ দরকার ছিলো—
“তুমি ঠিক আছো তো?”
সেই একটা প্রশ্ন, সেই একটা কেয়ারিং ভয়েস,
পুরো পৃথিবীটা শান্ত করে দিতে পারত আজ।
তুমি জানো না, আমি আজও তোমার অপেক্ষায় থাকি।
দূরে থেকেও তোমার নামেই জ্বরের ঘোরে বিড়বিড় করি।
তুমি ছিলে আমার অভ্যাস, এখন তুমি আমার অভাব।
এমন একজন মানুষ যার উপস্থিতি ও অনুপস্থিতি—
দুটোই আমাকে জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দেয়।
হয়তো তোমার সময় নেই, হয়তো ইচ্ছে নেই,
কিন্তু আমার তো এখনো সবটুকুই ‘তুমি’তে আটকে আছে।
আমি এখনো তোমার বলা পুরনো কথাগুলো মুখস্থ বলি
এই নিঃশব্দ ঘরে, এই কষ্টে ভরা রাতে।
জানি না আর কতদিন এমন করে নিজেকে বোঝাতে পারব,
কিন্তু আজ, এই ১০৪ ডিগ্রির জ্বরে,
আমি শুধু একবার চাইছিলাম—
তুমি জিজ্ঞেস করো, “কেমন আছো?”
বাকি সব উত্তর আমি নিজেই দিয়ে দিতাম।💔😅
                                
                                2025-10-20 07:09:25